সব পথ চেনা - অলিগলি আর ঠান্ডা বাঁশবনে
জোনাক-রোদ্দুর,
নদীর নাভীমূল থেকে মর্দিত মোহনায়
তবু কী সুনশান একঘেয়েমি - চর্চিত চপলতায় যেদিন
ঘুমেরা মরে মরে কাঁদে বাঁচার আকুলতায়
শ্যামঘনান্ধকারে
কবেকার পূর্বপুরুষের শরীরে লাগানো ধর্মের তমগা
সৃষ্টি করে এক বলয়বৃত্তের ইতিহাস - অপরিপক্ক পথের
দু ধারে জেগে থাকে বঞ্চনা তাড়িত জীবনের বোধিলিপি,
আমরণ অনশনে রত খোদার খাসিরা
এভাবেই বেঁচে থাকে, - সেইসব পথ
মোহিত ভাবনার প্রশ্রয়ে যারা এঁকেছে
রঙময় জীবনের প্রচ্ছদ - শিল্পী হিসেবে তাদের তো বড়ো নামডাক
বর্ণিল ব্যাকরণে
চেনা পথের চেনা গলিতে একই দৃশ্যের আয়োজন; জৈবিক দেয়ালে
ঘুণে ধরা ফ্রেমে একতারার সন্ন্যাস - যত লোভ
বিক্রি করে যে ফটোগ্রাফ হলো একদিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




