RAG জিনিসটা যে কত ভয়াবহ,যারা এটার মুখোমুখি হয়েছে, তারা ই শুধু বুঝতে পারবে। 'RAG মানে ফান' অনেকে এটা বলে বটে কিন্তু এটা কখনই ফান হতে পারে না। ওই অসহায় ছেলেটির জায়গায় একবার নিজেকে কল্পনা করে দেখুন...কেমন লাগে?? বাস্তবের RAG কিন্তু আরো অনেক ভয়াবহ।
অনেককে আবার বলতে শুনি 'হালকা-পাতলা RAG দিলে সমস্যা কি??' এ ধরনের কথাবার্তা বস্তুত ভয়াবহ RAG কেই সমর্থন দেয়। 'হালকা-পাতলা' RAG কালচার থাকলে সেখানে কঠিন RAG থাকবেই।আর এটার বলি হবে নিরীহ ছাত্র রাই।
কিছু কিছু ক্ষেত্রে বেয়াদবি বা অন্য কোন কারনে RAG দেয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে RAG দেয়ার ব্যাপারটা থাকে পূর্বপরিকল্পিত।আমার অনেক বন্ধুকে দেখলাম, নিজেরা শুধু একটু মজা পাবে বলে অনেক ছাত্রকে ধরে ধরে RAG দিচ্ছে।
চিন্তা করে দেখুন, একটা ছাত্র ওই সময়টাতে কত অসহায় থাকে। সম্পূর্ন অপরিচিত জায়গায়, একা(অনেকক্ষেত্রে), পরীক্ষা দিতে যায়। এমনিতেই থাকে পরীক্ষার টেনশন, তার উপর RAG নামের এই মানসিক যন্ত্রনা!!!
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




