♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)
মানুষ দিনের পর দিন সভ্য হয়। আর এরই জের ধরে গড়ে উঠে সভ্যতা। সভ্য হওয়া মানে পরিবর্তন হওয়া। তাই বলে কি সব পরিবর্তনই সভ্যতা? যদি তাই হয় তবে আর সভ্যতা এবং অসভ্যতার পার্থক্য কোথায় থাকে?
একটা সময় মানুষ উলঙ্গ থাকতো। তারপর যখন ধীরে ধীরে মানুষ সভ্য হতে থাকে তখন চালু হয় পোশাকের। সেই পোশাক ধীরে-ধীরে শালীণের মর্যাদা পায়। এই অব্দি সভ্যতা বুঝলাম। কিন্তু তারপর যখন ধীরে-ধীরে মানুষ আবার আধুনিকতার নামে শালীণতা বিবর্জিত পোশাক থেকে উলঙ্গ হবার পথেই তখন তাকে কি করে সভ্যতা বলি? তাই তখন একে বলতে হবে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার কথাতো ছিলো দিনে-দিনে সামনে এগিয়ে নেবার। এখন যদি প্রাচীন উলঙ্গপনাতেই স্বাধীনতা বিদ্যমান থাকে তবে কি প্রয়োজন ছিলো এতো যুদ্ধ, বিগ্রহ, আর রক্তা-রক্তি করে স্বাধীনতা অর্জন করার? এই দায় কি স্বাধীনতার? নাকি সভ্যতার?
তেমনি ব্লগের সূচনা ছিলো মুক্তচিন্তা বিকাশের। তর্কের মাধ্যমে সত্য উন্মোচন। কিন্তু ধীরে-ধীরে তর্কের নামে শুরু হলো শিক্ষিতদের কুশিক্ষা আর অশিক্ষার পরিচয়। দিন শেষে তালগাছ আমারই রইলো। প্রকাশিত কু আর অশিক্ষা হয়ে গেলো স্বাধীনতা। মতের অমিল মানেই ট্যাগবাজি। আর সেই ট্যাগিং-এর ধারা ধরে সাধারণ ব্লগাররা হয়ে গেলো জিম্মি। তালগাছে হাত দিলেই ট্যাগ। আর ট্যাগের প্রতিবাদ করলে স্বাধীনতায় হস্তক্ষেপ। ফলে সার্বজনীন ব্লগ হয়ে গেলো বিরানভূমি। আর সেই বিরানভূমিতে সাইনবোর্ড লাগানো হলো, “আগে আরো বেশি ট্যাগ হতো!” তারপরও দিনশেষে হারিকেন নিয়ে খোঁজা শুরু হলো, ব্লগার গেলো কই?
এটা কি তবে আগেই ভালোছিলাম এর ভিন্নরূপ? বহুস্থানে দেখেছি বস্তি উচ্ছেদ করে নতুন সভ্যতার গোড়াপত্তনের চেষ্টা। বড় বড় ফ্ল্যাটের নির্মাণ। এখন যদি সেই সোসাইটিতে একটু কিছু হলেই গালিগালাজ চলে আর বলতে হয়, আগে তথা বস্তি থাকতে আরো বেশি গালিগালাজ হতো, তবে কি দরকার ছিলো সভ্যতার নামে গরীবদের ভিটে ছাড়া করার?
বর্তমান রাষ্ট্রনায়কবৃন্দ দুর্নীতিতে জড়িয়ে যদি বলেন, "আগে আরো বেশি দুর্নীতি হতো", তবেই কি তা জায়েজ হয়ে যাবে?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



