আলোরিত মন, জাগে হৃদয়ে শিহরন।
তোমার কথাই বলে চলে প্রতিটি স্পন্দন,
শুধু বলা হয়না, ভালোবাসি।
একাকী বসবাস, মনে একটি চাপা দির্ঘশ্বাস,
তোমার চোখে তাকিয়ে দেখি আমার সর্বনাশ।
শুধু বলা হয়না, ভালোবাসি।
এলোমেলো সব, করি শুধু অনুভব,
হৃদয়টা জুড়ে সুধু তোমারই অভাব।
তবু বলতে পারিনা, ভালোবাসি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




