আমি আমারও পরানে, তোমারে বাধিয়া
রাখিয়া গোপনে, নিরবে সপনে
বাসিয়া ভালো, আগছালো জিবনে,
জেলেছি আধারে আলো।
সুধু তুমি যে আমারই, ভাবিতে না পারি,
অন্য কারো ভুবনে তোমারে
জালাতে প্রদিপ তাহারই আধারে,
সখি তোমারেই বাসি ভালো।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




