নদীর জলে তাকিয়ে ঢেউ গুলো দেখি,
ঢেউয়ের মাঝে সূর্যের আলোর চমক, খুব মায়া লাগে।
দূরে একটা ডিঙ্গি নৌকা, নদীর জলে সাতার কাটে
ঢেউয়ের দোলায় দুলছে, আমার ও সাতার কাটতে ইচ্ছা জাগে।
কিন্তু কি এক অজানা মায়াজালে আটকে আছি!!
তাই সুধু তাকিয়েই থাকি, আর...........................দুই নয়নে স্বপ্ন আকি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




