কখনো কি ভেজা ঘাসে
তোমার ওই খালি চরনের প্রতিচ্ছবি এঁকেছ?
কিংবা কখনো কি দেখেছো
দিঘির মাঝে শাপলার আখি মেলা?
কখনো কি তোমার ওই অবাধ্য কেশের বাধ্য খোপার মাঝে
জরিয়েছ কোনো পদ্মফুল?
হাজার টাকার মুল্যবান নুপুর ফেলে
মুল্যহিন অমূল্য লতার পায়েলে
কখনো কি বেধেছো প্রকৃতির ভালবাসা?
জানি তুমি শকুন্তলা নও,
নও কোন গল্পের অপ্সরী,
তবে পুরুষের হৃদয় রাজ্যে আজও শকুন্তলা রানি হয়েই বাস করে।
কিন্তু কোন পুরুষ কখনো কি শকুন্তলাকে দেখেছে?

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




