তুমি কি ভালবাসবে?
আমি চাইবোনা পাশাপাশি হাটতে,
চাইবোনা তোমার কোমল হাতের কোনো স্পর্শ,
কিংবা তোমার পায়ে কোন ঘাসের পায়েল বাধতে।
তুমি কি ভালবাসবে?
আমি চাইবোনা কখনো তোমাকে দেখতে,
চাইবোনা তোমার মুখে ভালবাসি কথাটি শুনতে,
কিংবা তোমার কোলে মাথা রেখে পুর্নিমার চাদ দেখতে।
তুমি কি ভালবাসবে?
আমি চাইবনা তোমাকে নিজের মত করে আগলে রাখতে,
চাইবনা কোন বাধনে তোমাকে বাধতে,
কিংবা তোমাকে অকল্পনীয় কোন সপ্ন দেখাতে।
তুমি কি ভালবাসবে?
যখন আমি কখনো বলবনা
"ভালবাসি"।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




