অদ্ভুত ব্যাপারটা হটাত করেই খেয়াল করলাম।
আমি নিল আকাশ কল্পনা করছিলাম কিন্তু তাতে কোন সূর্য নেই।
কিন্তু সূর্য ছাড়া নিল আকাশ কিভাবে সম্ভব!!!
তাই ভাবতে শুরু করলাম কেন আমি সূর্যকে কল্পনাতে আনিনি।
আসলে সূর্যের তাপ আমাদের চোখ ঝলসে দেয় বলেই আমরা সূর্যের দিকে তাকাতে পারি না।
সূর্যের আলো যত তীব্র আকাশের নিল রঙ টাও তত বেশিই গারো।
সূর্য ছাড়া কখনো নিল আকাশ হয় না
কিন্তু কি অদ্ভুত ভাবে আমার মন সূর্যটাকে কল্পনার আকাশ থেকে নাই করে দিচ্ছে।
কল্পনার সাথে বাস্তবের অমিলটা এখানেই।
বাস্তবতা আমাদেরকে সবদিকই দেখায়।
আর কল্পনা আমাদেরকে সেটাই দেখায় যেটা আমাদের দেখতে ভালো লাগে।
আমরা আসলে এই সহজ সমিকরন টা বুঝিনা "সূর্য আছে বলেই আমরা নিল আকাশ দেখি আর বাস্তবতা আছে বলেই আমরা কল্পনা করি"।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




