হৃদয় ভেঙে চলে গেলে, ফিরে এলে না আর;
জীবন আমার বৃথাই গেল, প্রেম না পেয়ে তোমার।
রঙীন রঙীন স্বপ্ন গুলো, স্বপ্ন হয়েই থেকে গেল;
আশার দুরাশায় ভুগে, হেরেছি তোমার কামের ছলে;
পাইনি তোমায় পাইনি আমি,
চাওনি আমায় চাওনি তুমি;
খেলেছ শুধু প্রেমের খেলা;
দিয়েছ আমায় শুধুই ধোকা;
আমার কাছে পয়সা ছিলনা, বুক ভরা ছিল ভালবাসা,
ভালবাসাকে চাওনি তুমি, করেছ শুধুই টাকার আশা;
সেই টাকারই লোভে তুমি, টানলে প্রেমের ইতিকথা.....
তাই আমায় আজ লিখতে হল, ব্যার্থ প্রেমের গল্পগাঁথা....................
- কবি কালিদাস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




