আজ সন্দায় আমার কলকাতা থাকার কথা ছিল যাওয়া হয়নাই , কাল সকাল সকাল যাব,
যাইহোক, পরের টুকু এই রকম,,,,,,,,,
মিরপুর সাহ আলী মাজার দক্ষীন গেইট, উপুর হয়ে শুয়ে আছে মুখে শুধু আল্লাহু আল্লাহু ,তার পা দুটুই নাই, তার বাড়ি শেরপুর , দুই মেয়ে এক ছেলে ,
প্রতীদিন তার উপার জন দুই থেকে তিন হাজার টাকা মাত্র।
বড় মেয়ের জামাই বাড়লাইবারির সভাপতি শেরপুর,
তার একমাত্র ছেলে সিএ পড়ে,
বাড়ির লোক জানে তিনি ঢাকায় কাপুরের ব্যাবসা করে,
তিনিও বাড়িথেকে আসার সময় স্যুট প্যান্ট পরে,যানতে চাইলাম কেন ভীক্ষাকরেন, ভাই অবাভ ছিল এখন নাই , এখন করি সবাভে,
আরএক জন পেলাম তার মিরপুর নিজের বাড়ি আছে তিন তলা,
এক বালক পেলাম নাম সুমন বয়স ১৫কি১৬হবে , ছোট বেলায় তার বাবা তার পা কেটেফেলেছে,
মা পরের বাসায় কাজ করত বাবা নেসা করত, তার মা সেই দিন টাকা না দেওয়ায় বাবা তার পা কেটেফেলে ভীক্ষা করার জন্য, আজ তার মা নাই ভীক্ষা করে বাবার নেসার টাকা জোগান দেওয়াই তার কাজ, এরকম আনেক মানুষ আছে আমাদের এই ঢাকা শহরে যারা নিজের ইচ্ছার বিরুদ্দে ভীক্ষা করে, আবার অনেক লোক আছে এদের টাকায় ভাগ বসায় ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




