জানা গেছে, আজিজার আলু চাষের জন্য ১২ বছর আগে উপজেলার জনতা ব্যাংক জামালগঞ্জ শাখা থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সে বছর আলুর দর কম থাকায় চাষাবাদের খরচ তুলতে পারেননি তিনি। এরপর অভাব-অনটনের কারণে ব্যাংকের ঋণ আর পরিশোধ করতে পারেননি। সেই টাকা ২০১০ সালে সুদাসলে দাঁড়ায় ২১ হাজার ৭০৩ টাকায়। এই টাকার জন্য জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক তাঁর বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত শুক্রবার রাতে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আদালতে আনা হয়।
থানা হাজতে আজিজার রহমান জানান, তাঁর নিজের আবাদি জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। আলু চাষের জন্য ১৯৯৯ সালে ব্যাংক থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কয়েক বছর আলুর দর কম থাকায় চাষাবাদের খরচ ওঠেনি। গৃহস্থেরা তাঁর কাছ থেকে সব জমি ফিরিয়ে নিলে তিনি বেকার হয়ে পড়েন। এরপর হাটে তরিতরকারি বেচে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজান আলী বলেন, 'আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।'
সূত্র: প্রথম আলো
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




