ছোটবেলা থেকে আমার ছবি তোলার খুব শখ। ক্যামেরাও কিনেছিলাম একসময়। তবে ছবি ভালো তুলতে পারতাম না মানে যে ছবি তুলতাম আমার নিজের খুব একটা পছন্দ হতো না।
যা হোক এখন তো প্রত্যেকটা মোবাইল এক একটি ক্যামেরা।নিমেষে অসাধারণ সব ছবি তোলা যায়।
তো মোবাইলে তোলা আমার কিছু ছবি।

জীবনযাপন !!!!
ঢাকার নীলক্ষেত থেকে তোলা।

মান অভিমান
এমন আলো ঝলমলে দিন তবুও কেন তাহাদের মন খারাপ ? যশোর বেজ পাড়া থেকে তোলা ।

পিঠাপুলি
নিজের বাসার আয়োজন ছিল ।

হাহাকার
আগুনে সব শেষ হয়ে যাওয়ার পরে নিঃশ্ব একটি ভিটা।

ক্লান্ত শহর
আম্ফান ঝড়ের পরের দিন। আর এন রোড(রবীন্দ্র নাথ রোড) যশোর।

প্রকৃতি
আমার নিজের লাগানো ।

সিদ্ধ কোয়েল পাখির ডিম।

একত্রিত পত্র পল্লব

উদাস দুপুর

বৃষ্টিভেজা সন্ধ্যা
আমার ব্যলকনি থেকে।

বিশ্রাম
খাদ্য গ্রহণের পরে মা মেয়ের বিশ্রাম।

স্মৃতি
নিজের করা ছাদের বাগান থেকে ছবিটি তোলা।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




