প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,
আমি আবারও এলাম আপনাদের মাঝে আমার তোলা কিছু ছবি নিয়ে । নিশ্চয় সবাই ভালো আছেন?আমিও ভালো আছি। ছবিগুলো আপনাদের ভালো লাগলেই আমার খুশি ।সবাই মতামত দেবেন আশা করি।
সবার জন্য শুভকামনা রইলো।

মাতৃত্ব

নিঃসঙ্গতা

প্রাতঃরাশ

নিস্তব্ধ শহর, মেঘলা আকাশে বিরহী চাঁদ। গত রাতে তোলা।
অভিমানী চাঁদ

ঘুম

জীবন ও জীবিকা
এই ছবিটি এ্যলিফ্যান্ট রোড থেকে তোলা।

আজব বিজ্ঞাপন
এই ছবিটি শ্যমলী থেকে তোলা।

কেউ কোথাও নেই
অগ্রহায়ণ মাসে মাঠে ধান কাটার পর।

অনধিকার চর্চা

বাদাম সহ বাদাম গাছ
আমার বাসায় টবে লাগানো। সুন্দর বাদাম ধরেছে।

ঐতিহ্য
ঢেকি ঘর।এথন একটু ময়লা ও অবিন্যস্ত তবে ব্যবহারের আগে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। গত শীতে তোলা।

ঘর গৃহস্থালী
বিচেলী কাটায় ব্যস্ত যুবক।
ব্যক্তিগত ব্যস্ততার জন্য প্রতি মন্তব্যে আসতে একটু দেরি হচ্ছে ,আশা করি সবাই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


