
শোন মেয়ে,
তোমার চোখের কাজলে আমায় যত্নে এঁকো
ইচ্ছে খুশির আলো ছায়ায় সুখ দুঃখ রেখো।
মায়ায় মুড়ে গভীর হতে খুব গভীরে
হৃদয় আমার ছুঁয়ে যেও আলতো করে।
শোন মেয়ে,
তোমার পাশে আমার ছবি যখনই দেখি
নিজেকে লাগে পৃথিবীতে সবচেয়ে সুখী।
ছবির মত এমন করেই পাশে থেকো
মনের অতল স্পর্শ ছুঁয়ে যত্নে রেখো।
শোন মেয়ে,
ভোরের বেলা ফুল কুড়ানো শুভ ক্ষণে
সেই যে প্রথম চোখাচোখি কুসুম বনে
কেমনে জানি মন হারালো তোমার পথে
সেই থেকে ঘুরছি আমি একই আবর্তে।
শোন মেয়ে,
বাঁশির সুরে তোমায় আমি ডাকবো যখন
দম বন্ধ করা প্রতীক্ষাতে যেনো থাকবো তখন
একটু ব্যস্ততায় একছুটে আসবে আশা করি
বিরহ কাতর এই প্রেমিকের যে সয় না দেরি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




