পরের জনমে আমরা দুজন পাখি হব
তিন সত্যি!!!
মানুষ হওয়া ভীষণ ঝক্কি আজকাল
বড্ড বেশি জটিলতা।
যেমন?
একটু তোর পাশে দাড়াতেই
হাজারটা নিশানা
কেউ সরাসরি
কেউ ঠারেঠোরে
অহর্নিশ গল্প খুঁজে ফেরে
অহেতুক কৌতুহলী জোড়া জোড়া চোখ!
সৃজনশীলতা হারায় প্রেমের সকল পাঠ।
স্বতঃস্ফূর্ততায় আতঙ্ক গ্রাস করে
একটু চুমু
খুনসুটি!
হাজার সমালোচনা
হাজার ক্যামেরা
স্থিরচিত্র
দূরেক্ষণ
এবং
অবশেষে ভাইরাল।
এই সমাজে নির্জন আশ্রয়ের
বড্ড অভাব আজকাল।
তাই
মানুষ নয়, চল পাখি হয়ে জন্ম নেই আরেকবার।
© রফিকুল ইসলাম ইসিয়াক
দূরেক্ষণ
দূরেক্ষণ বি. দূরদর্শন, television. [সং. দূর + ঈক্ষণ]।
দূরেক্ষণ n television.
video, television
video
ভিডিও, দৃশ্য-রেকর্ড, টৈলিভিশন, দূরেক্ষণ
television
টৈলিভিশন, দূরেক্ষণ, টিভি, দূরদর্শন
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



