আমি লিখতে চাই
সেই সব দীপান্বিত শব্দগুচ্ছ।
যা ছুঁয়ে যাবে
অজস্র হৃদয়কে।
যুগ থেকে যুগান্তরের গণমানুষকে।
আমাকে সেই সব বাক্য সমষ্টি পৌঁছে দিবে
একাল থেকে সেকালে।
এক একটি লেখা এক একটি সম্পর্কের মত
যা সমৃদ্ধ করছে ও করবে সাহিত্যমনা জনগোষ্ঠীকে।
মেধা ও মননের সংমিশ্রণে নিজেকে নিত্য নতুনভাবে উপস্থাপন করতে দারুণ ভালো লাগে আমার।
আমি সমালোচিত হই সংশোধিত হই।
নিজের ভ্রান্ত ধারণা দোষ অজ্ঞানতা কাটাবার নিমিত্তে
এটাই সঠিক পন্থা।
আমি মনে করি।
নিজেকে ক্রমাগত শুদ্ধ করে
আমার ভাবনা চিন্তাকে পৌঁছে দিতে চাই
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
সেই লক্ষে আমি চলেছি আপন মনে
চলবো এভাবেই
যতদিন বেঁচে আছি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



