মাঝে জটিল জটিল সব বিরম্বনার সম্মুখিন হইতে হয়।
একটি কম্পিউটার এ উইনডোজ এক্সপি লোড করা হইয়াছে, তাহার পরে লোড করা হইল অফিস ২০০৭। এর পর শুরু হইলো বিরম্বনা।
যাহার কম্পিউটার, তাহার জ্ঞান আমার থেকে একটু কম (কম্পিউটার বিষয়ে)। তিনি আমাকে যানালেন, তার আউটলুক এক্সপ্রেস এর স্প্রেল চেক এ ইংরেজীর স্থলে ফ্রেন্স আসিয়া বসিয়া রহিয়াছে। এখন কি করা?
আমি আমার কম্পিউটারে পর্যবেক্ষণ করিয়া দেখি, এখানেও একই সমস্যা বিদ্যমান।
দৌড়াইয়া ঘুকিলাম গুগল ডট (.) কম এ। যাহা পাইলাম তাহা আমার পছন্দনীয় হইল না।
উনারা বলিতেছেন (মাইক্রোসফ্ট) : তুমি আউটলুক এক্সপ্রেসে কোন কোন ভাষায় বানান পরিক্ষা করিতে পারিবেনা যদি তোমার কম্পিউটারে অফিস ২০০৭ ইন্সটল করা থাকে।
লিংক দেখুন মাইক্রোসফ্ট সাপোর্ট এ
আর উনারা সেপ্টেম্বর ২৮, ২০০৭ এ এই বিরম্বনার সম্মুখিন হইয়া আর্টিকেলটি প্রকাশ করিয়াছেন, কিন্তু সমাধান তো পাইতেছি না।
ইহাকে আমি বলিব একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, অর্থাৎ অফিস ২০০৭ ব্যবহার করিতে হইলে তুমি অবশ্যই আউটলুক এক্সপ্রেস ব্যবহার করিতে পারিবে না।
তোমাকে ব্যবহার করিতে হইবে অফিস আউটলুক। ইহাতে ব্যবহারকারীর স্বাধীনতা ক্ষুন্ন হইতেছে।
ভাইরে মুক্ত সফ্টওয়্যার ব্যবহার করা কতোই না ভালো... জায়ান্ট মাইক্রোসফ্ট... উনার শুধু ব্যবসা করেন, আমাদের কোন উপকার তো করেন না।
রাসেল মল্লিক
আগস্ট ২৯, ২০০৮
পল্লবী, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




