একদিন এক রাত্রি কালে বাদ দিয়ে সব পড়া,
ভাবছি এবার মশা নিয়ে লিখব অনেক ছড়া।
খাতা-কলম নিয়ে যখন লিখা করি শুরু,
মশা এসে বলে তুই ব্যাটা ভীরু।
আমাদের নিয়ে যদি লিখিস কিছু,
আমাদের নিয়ে যদি লিখিস কিছু,
রাত পোহালে আমরা তুর নেব পিছু।
ভয়ে আমি বলি চাষ কি তোরা?
ভাত চাইনা, মাংস চাইনা চাই শুধু তোর রক্ত!
হোক না তাহা মিঠা কভু তা হোকনা তীক্ত।
ভয়ে আমি এক লাফে মশারির তলে,
এবার বলি যাক ছড়া জলে ।।
_____________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




