দেড়-দু লাইনের জোকস গুলো আমাকে সব সময়ই খুব মজা দেয়। খুব অল্প কথায় এখানে অনেক বড় কিছু বলে ফেলা যায়। ‘বিবাহিত পুরুষ’দের নিয়ে কিছু পিচ্চি জোকস!
১.
প্রশ্নঃ আপনি কি একজন সুখী মানুষ?
উত্তরঃ জ্বি না। আমি আসলে বিবাহিত!
২.
- ছেলেদের Bio-data তেই সে সুখী না অসুখী লেখা থাকে।
- কোথায়?
- Marital Status-এ!
৩.
জীবন বাঁশ বাগান। আর সেই বাঁশ বাগানের পরিচর্যাকারী মালি হচ্ছে বউ!
৪.
প্রশ্নঃ আপনার জীবনের সব থেকে আনন্দের সময় কোনটি?
উত্তরঃ যখন আমার স্ত্রী ঘুমিয়ে থাকে।
প্রশ্নঃ আর কষ্টের?
উত্তরঃ যখন ‘ও’ জেগে থাকে!
৫.
প্রশ্নঃ আপনি কি আপনার স্ত্রী কে ভয় পান?
উত্তরঃ এক মিনিট প্লিজ! আমি একটু শুনে নেই কি বললে ‘ও’ রাগ করবে না!!
এখানকার প্রত্যেকটা জোকস-ই কাল্পনিক এবং নির্দোষ আনন্দের জন্য। কারো ব্যাক্তিগত বা পারিবারিক জীবনের সাথে মিলে গেলে তা নিছক কাকতাল এবং চেপে যাওয়াই ভাল। এইটা নিয়ে কথা বলতে গেলে আপনার বউ আবার জেনে যেতে পারে, সাবধান!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


