সুন্দর পিচাই কে নিয়ে গত কয়েকদিন বেশ আলাপ আলোচনা চলছে। ভারতীয় বংশোদ্ভুত এই ভদ্রলোক মোটামুটি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আজ Google এর CEO । ভালো কথা! আরেক ভারতীয় সত্য নাদেলা বর্তমানে Microsoft এর CEO। এভাবে দেখতে গেলে MasterCard, Pepsico, Adobe এর মত বড় বড় প্রতিষ্ঠানে ভারতীয় CEO দেখতে পারবো। আমাদের পাশের দেশের নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্তরা যদি এত ভালো করে আমরাও করতে পারি, এই ভেবে অনেকেই অনুপ্রানীত হতে দেখে কষ্ট হচ্ছে। কারন, আমি মোটেও আশাবাদী হওয়ার মত কিছু খুজে পাচ্ছি না।
ভারত আমাদের পাশের দেশ হতে পারে, কিন্তু তাদের আর আমাদের Strategy'র ভেতর পার্থক্য বিস্তর। গত কয়েক দশকে ভারত যেখানে সারা পৃথীবিতে টপ-লেভেল এক্সিকিউটিভ রপ্তানীতে শীর্ষ পর্যায়ে চলে গেছে, সেখানে আমরা পৃথীবিতে শ্রমিক রপ্তানীতে প্রথম সারীর দেশ হয়েই আনন্দে বগল বাজাচ্ছি!! :/
আমাদের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা তাতে সুন্দর পিচাই, সত্য নাদেলার মত কেউ উঠে আসবে সে আশা করা রীতিমত হাস্যকর আশা। ক্লাস থ্রী তেও বইপড়ে মুখস্ত করে খাতায় ঢেলে দিয়ে পাশ করতে হয়, মাষ্টার্সেও তাই! পার্থক্য শুধু মাষ্টার্সের বইটা একটু বেশি মোটা! রিসার্চ, থিসিস, গবেষনা এই শব্দগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। দেশের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম সারির CGPA নিয়ে স্নাতকোত্তর করেও বুকে হাত দিয়ে বলতে পারি, ছোট খাটো কোন দেশী প্রতিষ্ঠানেও উচু পদের দায়িত্ব নেয়ার যোগ্যতা আমার হয় নি!! এবং এই দোষ আমার না, আমাদের শিক্ষা ব্যবস্থার।
যখন সারা পৃথীবি সামনের দিকে 'আগাইতেছে' তখন মুখস্ত বিদ্যার জ্ঞান নিয়ে আমরা শুধু 'পিছাইতেছি'। এবং বেশ সুন্দর ভাবেই 'পিছাইতেছি'। তাই আমাদের দেশ থেকে কোন 'সুন্দর পিচাই' আসবে না, তবে আমরা যে 'সুন্দর পিছাই' এই জিনিসটা বোধ হয় সারা পৃথীবিকে আমরা জানিয়ে দিতে পারবো! :/
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


