“এখানে চাহিদা অনুযায়ী মামা-চাচা সরবরাহ করা হয়!”
ভাবছি চাকরী ছেড়ে ব্যবসায় শুরু করবো। এদেশের জন্য সবথেকে জনপ্রিয় ব্যবসার আইডিয়া হতে পারে মামা চাচা সরবরাহের ব্যবসা। কেন?
১। ‘মামা-চাচা ছাড়া চাকরী হয়না’ বহুব্যবহারে ক্লিসে হয়ে যাওয়া এই কথা নিয়ে আর নতুন করে ত্যানা প্যাচানোর ইচ্ছা নেই। ছোটখাটো নিত্য প্রয়োজনীয় কাজেও মামা-চাচার প্রয়োজনীয়তা অপরিসীম।
২। ঈদ-পুজার সময় বাসের টিকিট পেতে হলে মামা-চাচা ছাড়া গতান্তর নেই। এমনকি সামনের তিন দিনের বন্ধে আপনি কোথাও ঘুরতে যেতে চান? ভাল বাসের সিট পাবেন না, ভাল হোটেলের রুম পাবেন না। লিংক লাগবে ভাইয়া!!
৩। ব্যাংকে কোন কারনে টাকা জমা দিতে হবে? লম্বা লাইন...। পরিচিত কেউ আছে ভাইয়া!
৪। কোন জায়গা থেকে কোন সার্টিফিকেট বা এই ধরনের কিছু দরকার?
৫। বাচ্চাকে স্কুলে, ক্লাস ওয়ানে ভর্তি করাবেন?
...... আসলে মামার প্রয়োজনীয়তা লিস্ট করে লিখে শেষ করা সম্ভব না। কারন এই দেশে মামা ছাড়া বেঁচে থাকা সম্ভব না! পাড়ার গলির সব্জির দোকানদার ‘মামার’ সাথে সম্পর্ক ভালো না হলে, ভাল সব্জিটাও আপনার ঘরে যাবেনা! মামার এই ক্ষমতা বুঝতে পেরে ঢাকা শহরের মানুষ বহুদিন হলো চা’র দোকানদার, রিক্সা ওয়ালা, বাসের হেল্পার থেকে শুরু করে যত জনকে দরকার সবাই কে মামা ডাকা শুরু করেছে!
একটা মানুষের এত মামা থাকা সম্ভবনা যে তার প্রয়োজন মত সব জায়গায় একটা করে মামা বসে থাকবে। আর আমার মত দুর্ভাগা হলেতো তার কোন মামা চাচাই থাকবে না! আসলে অধিকাংশ মানুষেরই মামা-চাচা জিনিসটার ব্যপক অভাব আছে। সুতরাং যার যেখানে প্রয়োজন সেখানেই একটা মামা সরবরাহ করবে আমার প্রতিষ্ঠান! কিভাবে? সহজ! প্রথমে সকল ধরনের প্রতিষ্ঠানে কর্মরত লোকদের মধ্য থেকে কিছু মামা ‘তৈরী’ করা হবে যারা ‘কল বেসিস’-এ বিভিন্ন জনের মামা হিসাবে ‘সেবা’ দেবে! সার্ভিস অনুযায়ী চার্জ নেয়া হবে।
আপাতত আমার ব্যবসা শুরু করতে কিছু ‘মামা’ প্রয়োজন। কয়েকটা মামা জোগাড় করতে পারলেই কেল্লা ফতে। ব্যবসা শুরু করলেই সকল কে জানিয়ে দেয়া ‘হইবেক’! শুধু মামা লাগলে আওয়াজ দিবেন!
দুনিয়া মামা ময়!!
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


