আমরা জানি যে আমাদের দেশ বাংলাদেশ কিন্তু সবচাইতে কষ্টের বিষয় হলো এই যে আমাদের দেশে কোন ভাল রাজনীতিবিদ নেই যে বা যারা সত্যিই দেশের জন্য রাজনীতি করে। সবাই ব্যস্ত যার যার নিজস্ব স্বার্থ নিয়ে।
একে অন্যকে সর্বদাই দোষ দিয়ে চলছে এ আজ সবার জানা শিশু থেকে বৃদ্ধ সবার মুখে আজ একই কথা কিন্তু কাজের কাজ কেউ করছে না। ঠিক এমতাবস্থায় কি আমাদের দেশে কোন পুরুষ বা দেশপ্রেমিক কোন দল দেশের জন্য এগিয়ে আসতে পারেনা ? যা কিনা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলবে; যে বা যারা কিনা সত্যিই বাংলাদেশকে ডিজিটাল হিসাবে গড়ে তুলবে আমাদের এই বিশ্বের কাছে। আমার এ কথা কোন দল, জাতী বা গোষ্ঠিকে ছোট করার জন্য বলছিনা; আমার শুধু একটা কথা সেটা হলো কিভাবে বাংলাদেশকে সত্যিই ডিজিটাল করা যায়। আমরা আর কতকাল এই রকম একচেটিয়া রাজানীতির জাল আটকা পড়ে থাকব ?
দেশে সবকিছুর দামই উর্ধ্ধ গতিতে চলছে, এক দল অন্য দলকে দোষারোপ করছে; খাদ্য দ্রব্য থেকে শুর করে জালানী, চাকুরী ক্ষেত্র, প্রশাসন, বিচার বিভাগ সব জায়গায় চলছে এমন অবস্থা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে দেশে থেক কিছু নেয়া তো দুরে থাক দেশকে তো কিছু দিতেও পারছিনা। যাই হোক কথা না বাড়িয়ে এতটুকু আহ্ববান করছি যে এমনকি কোন ভাল মাঝি নেই যে সত্যিই আমাদের নৌকার হাল ধরে এই কামানায় খোদা হাফেজ।
অনেক কিছু লিখার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভারে লিখা হয়নি।
সর্ব শেষে দেশের নাগরিক হিসাবে কোন একজন ভাল ব্লগারের কাছে এতটুকু আশা করব যেন এবিষয়ে কোনা একটি রুচিস্মত ব্লগ প্রকাশ করে জণগন কে জাগিয়ে তুলবেন। আর ব্লগ এ্যডমিনকে বলব দয়া করে এটা যে ষ্টিকি করেন।
সকল প্রকার ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




