এই মাত্র ফেসবুক থেকে জানা গেল ব্লগার রাজীব হায়দার নিহত হয়েছেন, বাড়ির সামনে থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। টেক টক প্রযুক্তি কথনের বরাত দিয়ে সাদমান সাদেকর আইডি থেকে পাওয়া এক তথ্যে এ তথ্য জানা গেছে।
এক পোস্টে তিনি লিখেছেন, ১৬ ডিসেম্বরের আগে কিন্তু ১৪ ডিসেম্বর আসে। সাবধান, খুব সাবধান। ইতিমধ্যে আমাদের একজন ব্লগার রাজীব হায়দার নিহত, গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে মিরপুরের পল্লবীর কালসি থেকে। বিভেদ আর অনৈক্যের সময় এখন নয়। নিজ জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা এই আন্দোলনের প্রথম দিন থেকেই টানা এগার দিন শাহবাগ আছি, দয়া করে তাদের জীবনের প্রতি শ্রদ্ধাশীল হন, ফেসবুকে পিন্ডি চপকাচ্ছেন অনেকেই এখনো। আমরা যে পথে এসেছি, ফিরে যাবার উপায় আর নেই। সংগ্রাম চলছে, চলবে। জয় বাংলা।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


