সময়ের প্রয়োজনে মানুষ কত কিছুনা ভুলে যায়। ভুলে যায় তার অতীত, ভুলে যায় সম্পর্ক, ভুলে যায় আত্মীয়তার বন্ধন। সময়ের চাকা যত ঘুরতে থাকে এই সম্পর্ক তত ফিকে হতে থাকে। তখন পরে থাকে অতীত।
আজকে আমার লেখার উদ্দেশ্য আমার এক নিকট আত্মীয়কে নিয়ে। নিকট আত্মীয় বললে ভুল হবে অতি নিকট বলাটাই উত্তম। পেশায় ছিলেন একটি সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক।
আজকে শুনলাম তিনি ১৬ তারিখ ঢাকায় মারা গেছেন। অথচ একটা খবর ও কারো কাছে থেকে পেলাম না।
আজকে এই বিষয়টি নিয়ে আমি অনেকখন চিন্তা করলাম যে এটা কিরকম হল। এমন দিন ও কি সামনে আসবে যেদিন আমি মারা যাবো আমার ছেলে মেয়েরা কাউকে জানানোর প্রয়োজন বোধটুকু করবেনা। যান্ত্রিক নগরজীবন কি আমাদের অনুভূতি গুলোকেও যান্ত্রিক করে দিয়েছে। অনুভূতি হয়ে গেছে ভোঁতা। আত্মীয়তা, সম্পর্ক আস্তে আস্তে ফিকে হতে চলেছে।
তাহলে গানের ভাষায় বলতে হয় এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


