আজ সেহরি খাওয়ার সময় অনেক কথা মনে পরে গেল, ছোট বেলায় ভাবতাম বড় হলে কতইনা মজা করতে পারতাম! বাবা যখন ছেহরি খাওয়ার জন্য ডেকে তুলতুন, মা বিভন্ন রকমের খাবার সামনে আনতেন (গরম গরম) সাথে আচার থাকত, থাকত দুধ কলা। আসলে আজ আমি Hons (Final year) এর ছাত্র। ঢাকায় থাকি একটা বাসা ভারা করে কইএক বন্ধু মিলে থাকি।জীবনের বেশ কিছু সময় পার করে এমাল। বড় হওয়ার মজা পেলাম!!! তারপরেও আজ দেখলাম সেহরির সময় আমি একা, সেই মা এর আদর ভরা খাবার নেই, বাবার ডেকে ওঠানো নে, , , , এই কি তাহলে বড় হওয়ার মজা?
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




