
কল্পনা একটা অদ্ভুত বিষয় । কারণ কল্পনার জগত টাই এমন জগত যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। অনেকে জানতে চাইবেন বাস্তবতার বিপরীত কেমনে ভাই , কারণ বাস্তব জগত হলো সেটা যেটা আমাদের চোখে দৃশ্যমান চোখের সামনে প্রতিনিয়ত ঘটে চলেছে , এটা প্রাকৃতিক অন্যদিকে কল্পনার জগত হলো নির্মিত । এটা প্রতিটা মানুষ সৃষ্টি করে , তাই একেক জনের কল্পনার জগত একেক রকম । অনেকে আছে কল্পনা করতে পছন্দ করে অনেকে আছে কল্পনা করাকে অপচয় মনে করে , কিন্তু আপনি কি জানেন কল্পনার জগত থেকে আপনি চাইলে অনেক কিছু আবিস্কার করে ফেলতে পারেন , আসেন এরকম ই একটা দৃষ্টান্ত দেখাই , একটু মনোযোগ দিয়ে পড়বেন আশা করি
তিনশত বছরের চেয়ে কিছু সময় আগের কথা এটা । একজন দরিদ্র অল্পবয়সী নাবিক তার কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন দেশ আবিষ্কার করেছিলেন। পৃথিবীর ইতিহাসে কল্পনাশক্তি ব্যবহার করে লাভবান হওয়ার সবচেয়ে জলন্ত উদাহরণ এটাই ।
সেই নাবিকের নাম ক্রিস্টোফার কলম্বাস। স্পেনের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থেকে তিনি আটলান্টিক মহাসাগরের দিকে তাকালেন এবং কল্পনা করলেন যে- ওপারে নিশ্চয়ই কোনো না কোনো ভূমি রয়েছে । তিনি ছোট ছোট তিনটি পালতোলা নৌকা যোগাড় করলেন।
এবং সেই ভূমির সন্ধানে বেরিয়ে পড়লেন । এক দিন, এক সপ্তাহ, এক মাস পেরিয়ে যাওয়ার পরও তিনি কোনো ভূমির সন্ধান পেলেন না । কিন্তু তিনি তার যাত্রা চালিয়ে গেলেন ।সবশেষে একদিন ঠিকই তিনি সেই দেশে তার নৌকাগুলোর নোঙর ফেললেন ।
কলম্বাসের কল্পনাশক্তির জোরে আজকে আমরা একটি সর্বোৎকৃষ্ট, শক্তিধর ও ধনী রাষ্ট্র পেয়েছি। এই দেশে গিয়ে থাকার এখন সুযোগ হয়েছে ।প্রত্যেকেরই কাজ করার সুযোগ রয়েছে। প্রত্যেকেরই তার নিজনিজ ধর্ম পালনের সুযোগ রয়েছে। কিন্তু কলম্বাস যেখান থেকে যে সময় আমেরিকার সন্ধানে যাত্রা শুরু করেছিলেন,সেখানে তখন এই ধরণের স্বাধীনতার কথা চিন্তাই করা যেত না ।বর্তমানে আমি আপনি যে আমেরিকা তে পাড়ি জমাচ্ছি পড়াশোনার উদ্দেশ্য হোক আর টাকা অর্জনের উদ্দেশ্যে হোক কখনো কি ভেবে দেখেছেন আপনার আমার এই কাঙ্ক্ষিত দেশটাই একজনের কল্পনার শক্তিতে সৃষ্টি হয়েছে , হয়তো অবাক হচ্ছেন কল্পনার দ্বারা দেশ আবিষ্কার কেমনে সম্ভব , তাইলে কলম্বাস এর কথাটাই চিন্তা করুন । কল্পনার শক্তি কতটুকু বুঝতে পারবেন ।
হয়তো আমাদের পক্ষে কল্পনা শক্তি কাজে লাগিয়ে দেশ আবিষ্কার করা সম্ভব হবে না কিন্তু হয়তো এমন কিছু আবিস্কার সম্ভব হবে সবাই কে অবাক করার মতো । বিশ্বাস না হলে আপনার আশেপাশে যে বৈজ্ঞানিক আবিষ্কার আছে সে সকল বিষয় দেখুন এগুলো ও কারো কারো কল্পনা জগত থেকে আবিষ্কৃত হওয়া।
কল্পনা শক্তি আছে বলেই জগত টা এতো সুন্দর কল্পনাশক্তি আছে বলেই এতো কিছু তৈরি সম্ভব হয়েছে । কল্পনাশক্তি আছে বলেই যুগ দেখেছে আধুনিকতার ছোঁয়া।
কল্পনা করা খারাপ কিছু না , আপনার কল্পনা দ্বারা বিশ্ব জগত হয়তো পরিবর্তন করার ও সক্ষমতা আপনার আছে । তাই কল্পনা করুন , কল্পনার দ্বারা শিক্ষামূলক বিষয় আবিষ্কার করে সবার কাছে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করুন ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




