"তোমার অপেক্ষায়"
এ. কে. এম রেদওয়ানূল হক (নাসিফ)
বসে আছি উদাসীন মনে , তোমাকে নিয়ে শতশত ভাবনা
সৃষ্টি হয়ে চলেছে এই মনের ভেতরে ;
খুঁজি তোমায়, দেখি তোমায় , শয়নে স্মরণে ভাবি যে একজনার ই কথা প্রতি ক্ষণে !
অপেক্ষায় আছি যে তোমার, জানি না কবে আসবে
ওগো তুমি আমার সম্মুখে ,
একটু বার আসো না গো , ভেঙ্গে দিয়ে আমার অপেক্ষায় বাঁধ রেখে দিবো তোমায় যত্নে ।
চাই না গো অন্য কিছু আর এই জগত সংসারের মধ্যে আমি , শুধু তুমি বিহনে ,
আসো না আমার কাছে , বলো না এসে চলে এসেছি আমি তোমার স্মরণে।
জানি শেষ না হয় অপেক্ষা, আসবে না তুমি আমার সম্মুখে দিতে তোমার ভালোবাসার নিবেদন ;
তবে জেনে রাখো তুমি,আমি ছিলাম তোমার অপেক্ষায় চিরদিন চেয়ে যাবে তোমাতে ই ভালোবাসার আবেদন