আবর্তনের হাত ধরে বদলে যায় প্রহর। পূর্ব থেকে পশ্চিম মানে দিন থেকে রাত। আবার এভাবেই পরিক্রমা... কিন্তু প্রতিটা প্রহরে কোন না কোন বিশেষত্ব পাওয়া যায়। খুব গতিশীল এই জীবনের একটু অবসরে প্রহরের এই প্রকৃতিগুলো হয়তো সবার চোখেই আসে। অথবা সবার কাছেই এক একটি প্রহরের একটি ভিন্ন অর্থ আছে।
বৈশিষ্ট্যে, কর্মে, রূপে আমর চোখে ধরা পড়া প্রহরগুলোর প্রকৃতিকে একটি নাম, একটি পরিভাষা দিলাম।
হয়তো অনেকেই এমনই ভাবে, হয়তো কেউই এমন ভাবে না। কিন্তু আমি ভাবি। আমি অনুভব করি। আমার কাছে প্রহরগুলোঃ
উষা - অঙ্কুর
ভোর - আহ্বান
প্রাত সকাল - অনুপ্রেরণা
মাঝ সকাল - প্রস্তুতি
শেষ সকাল - কর্মমুখর
ভোর দুপুর - দৃঢ়তা
মাঝ দুপুর - ব্যাস্ততা
শেষ দুপুর - বিরতি
বিকেল - ফলাফল
গোধুলি - পুরষ্কার
সাঁঝ বেলা - আয়োজন
সন্ধ্যারাত - দ্বায়িত্ব
নিশিরাত - সম্পর্ক
মধ্যরাত - পরিকল্পনা
রাত দুপুর - উপলোব্ধি
ভোর রাত - ভালোবাসা
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


