প্রায় এক বছর আগে রেজিষ্ট্রেশন করেছিলাম। অনেকদিন ওয়াচে ছিলাম। ডিসেম্বরে কমেন্ট করার সুযোগ পেলাম। আজকে সেফ ব্লগার হিসাবে মূল ধারায় যুক্ত হলাম। এখন একটাই দাবি, আমার নিক চেঞ্জ করে শালিক করে দেওয়া হোক। কারন আমি অন্য ব্লগে এই নামে সামান্য লেখালেখি করি। এই ব্যাপারে মডুদের দৃষ্টি আকর্ষন করছি। তাহলে শুরু করা যাক।
বিশেষ কাজে কিছুদিন আগে হঠাৎ পদ্মার পাড়ে গিয়েছিলাম। গিয়ে দেখি আর কেউ আসেনি। আমি সবার আগে উপস্থিত। মনোরম পরিবেশে হঠাৎ ভাব চলে আসলো। হাতের কাছে কাগজ কলম ছিল। কবি না হয়েও একখানা কবিতা লিখে ফেললাম। কবিতাটা আবেগে ভরা নিছক প্রেমের কবিতা।
প্রজাপতি ওড়ে মনের সুখে
সে জানে কোথায় আছে তার মধু, কোথায় আছে তার প্রিয়া
আচ্ছা প্রজাপতি কি জানে তোমায় আমি কত ভালবাসি ?
কালের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে প্রকান্ড বটগাছ
সে জানে তার শিকড়ের অস্তিত্ব, কোন ডালে কোন পাখি বাঁধে বাসা
আচ্ছা বটগাছ কি জানে তোমায় আমি কত ভালবাসি ?
নিঃসঙ্গ পথে একলা পথ চলে বাউল
সে জানে তার মনের মানুষের ঠিকানা, সুখী হবার উপায়
আচ্ছা বাউল কি জানে তোমায় আমি কত ভালবাসি ?
আমি চলি আমার আপন ইচ্ছায়
তোমার কথাকে ধারণ করে, বিধাতার কাছে আমি চাই না কিছুই
আচ্ছা তুমি কি জানে তোমায় আমি কত ভালবাসি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




