somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিকি
ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

বিখ্যাত ব্যাক্তিদের সুপ্ত ব্যাধি...পর্ব ১— জানেন কি ???? 8-| 8-| 8-| 8-| 8-|

১২ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"Enable the Disabled; Translate Disability into Ability; Capability, a winning Opportunity-Indeed a Reality "

চমৎকার বস্তু দৃষ্টিকে মুগ্ধ করে কিন্তু প্রতিভা অন্তর জয় করে... এবং প্রতিভাবান লোকদের চরিত্রে কিছুটা রহস্যময়তা থাকে! মানুষের এই প্রতিভা গুলো কোনভাবেই অবদমনীয় নয়...মানুষ দিনের পর দিন, যুগের পর যুগ ধরে তাদের এই প্রতিভা স্বরূপ কঠোর পরিশ্রমের ফলে লাভ করেছে তাদের সুখ্যাতির সিংহাসন... কারও কারও স্বাস্থ্যগত, এবং মানসিক অবস্থা তাদের অনুকূলে ছিল... কারও দুইটির একটিও ছিল না... তাও মানুষ সমুদয় প্রতিকূলতাকে উপেক্ষা করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন। এই ধরুন না টমাস আলভা এডিসনের কথা, সে পার্শ্বিক বধির ছিল কিন্তু এর পরেও আজকে আমরা যে সকল জিনিস প্রত্যহ কাজে ব্যবহার করে থাকি তাঁর অধিকাংশের সত্ত্ব কিন্তু তাঁর। তাঁর বধির হওয়া কি তাঁর এই অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে...??? হয়ত নয়... এই ধরণের আরও কিছু মানুষের ব্যাপারে আমরা জানবো যারা নিজেদের ক্ষেত্রে অনেক বিখ্যাত কিন্তু কোন না কোন দিকে তারা ব্যাধিগ্রস্ত... জটিল শারীরিক অথবা জটিল মানসিক। এই সিরিজের বেশ কয়েকটি পর্ব থাকবে... আজকে আলোচনা করব Epilepsy বা মৃগী রোগ এবং Tourette’s Syndrome এ আক্রান্ত বিখ্যাত ব্যাক্তি নিয়ে---

Epilepsy বা মৃগী রোগ :


এটি একধরণের neurological disorder যাকে আমরা সাধারণ বাংলা ভাষাতে মৃগী বলে জানি। মৃগী রোগের অন্যতম বৈশিষ্ট্য হল, পুনঃ পুনঃ খিঁচুনি। এই খিঁচুনির কারণ ধরা যেতে পারে...রুগীর স্নায়ু গুলোর অস্বাভাবিক আচরণ। এই Epilepsy বা মৃগী রোগটি কার কার ছিল... আসুন দেখে নেয়া যাক—

1. Vincent Van Gough

ভিনসেন্ট ভ্যান গগ অনেক বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন অনুভূতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাকে চিত্র রূপে ফুটিয়ে তোলা এবং তাকে রাঙ্গানো। তাকে এমনও বলতে শোনা গেছে, সে তাঁর জীবনে একমাত্র লক্ষ্য বলতে শুধু তাঁর মনে আসা জিনিসপত্র গুলোকে ছবি আকারে ফুটিয়ে তুলতে চেয়েছিল। এত কিছু গুণাবলী সম্পন্ন ব্যাক্তিটির দুর্বল অংশ ছিল... মৃগী . একদিন সে একটি ধারাল ক্ষুর খোলা অবস্থায় হাতে করে আচমকা তাঁর বন্ধুদেরকে ধাওয়া করেছিল... এবং ধরতে ব্যর্থ হলে রাগে সে সেদিন নিজের একটি কানের নিম্নাংশ কেটে ফেলেছিল !




2. Sir Isaac Newton


স্যার আইজ্যাক নিউটন হলেন সেই মানুষ যিনি গতিবিদ্যার তিনটি সূত্র আবিষ্কার করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেন। এই তিনটি সূত্র থেকেই পরবর্তীতে সে মহাকর্ষের সূত্র প্রতিপাদন করেছিল বলে জানা যায়। সে বিজ্ঞানের অনেক শাখা প্রশাখা নিয়ে গবেষণা করেছিলেন কিন্তু তাঁর মূল ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় মেকানিক্স। এই মানুষটির মৃগী ছিল বলে অনেকে ধারণা করে থাকেন... যদিও অনেকে তা নিয়ে দ্বিমত পোষণ করেন!



3. Napoleon Bonaparte

ফরাসি বিপ্লবের শিশু বলা হয়ে থাকে নেপোলিয়নকে... তিনি ইটালির অদূরে কর্সিকা নামে একটি দ্বীপে সম্ভ্রান্ত ইটালিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন... তাঁর পরিবার কর্সিকাতে আসে ১৬ শতাব্দীর শুরুতে। অনেক বইতে উল্লেখ রয়েছে, নেপোলিয়ন তাঁর সমগ্র জীবন মৃগী তে চরম কষ্ট পেয়েছেন...কিছু কিছু জনের মতে এটি নিছক উপকথা ছাড়া আর কিছুই নয় !



4. Agatha Christie

Dame Agatha Mary Clarissa, Lady Mallowan সাধারণ মানুষের কাছে বিখ্যাত ক্রাইম ফিকশন লেখিকা Agatha Christie নামে পরিচিত... তিনি প্রায় ৮০ টি ডিটেকটিভ উপন্যাস লিখেছেন... এই ডিটেকটিভ বই বাদেও Mary Westmacott নামে তিনি রোম্যান্টিক উপন্যাসও লিখে গেছেন কিছু। কিন্তু সে অধিক পরিচিত তাঁর ডিটেকটিভ উপন্যাসগুলোর জন্যেই। মিস মার্পল এবং হারক্যুল পোয়েরো তাঁর সৃষ্ট দুই অনবদ্য চরিত্র...এত কিছুর পরেও আগাথার জীবন অনেকটাই লুক্কায়িত... অনেকে ধারণা করেন তিনিও মৃগী তে আক্রান্ত ছিলেন !




5. Charles Dickens


Charles John Huffam Dickens…. ভিক্টোরিয়ান সময়ের অন্যতম বিখ্যাত উপন্যাসিক। তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে... “A Christmas Carol” এবং “Oliver Twist”… Charles Dickens এর মৃগী ছিল তাঁর বইয়ে উল্লেখিত অনেক চরিত্রের মত! তাঁর সৃষ্ট উপন্যাস গুলোতে মৃগী র নিখুঁত বর্ণনা আজকের যুগে চিকিৎসকদের হতবাক করে দেয়... কিভাবে একজন লেখকের পক্ষে এরকম একটি অসুখের নিখুঁত বর্ণনা সম্ভব ! তাঁর কিছু চরিত্রের মধ্যে দিয়ে সে এই মৃগী র ঝাঁকুনির কারণ, প্রকৃতি, এবং তাদের পরিণামের অনেক চিত্র বর্ণনা করেছেন। তাঁর সৃষ্ট কিছু চরিত্র যেমন Monks, Guster এবং Bradley Headstone এই মৃগী রোগ তুলে ধরা কিছু উল্লেখযোগ্য চরিত্র!



6. Alexander the Great

মেসিডোনিয়ার রাজা Alexander the Great এর আসল নাম Alexander III যিনি ঐ একই রাজ্যের রাজা Philip III এবং তাঁর চতুর্থ রাণী Olympias এর পুত্র ছিলেন।১২ বছর ধরে নিরবিচ্ছিন যুদ্ধের পর ম্যালেরিয়া, বিষ প্রয়োগ, টাইফয়েড জ্বর এবং অতিরিক্ত মদ্যপান জনিত Encephalitis এর কারণে তাঁর মৃত্যু ঘটেছিল বলে ধারণা করা হয় ! Alexander এর মৃগী ছিল... যদিও তা তাঁর সময়ে “পবিত্র অসুখ(The sacred disease)” হিসেবে পরিচিত ছিল... কারণ তখনকার দিনে মানুষ ধারণা করত মৃগী তে হওয়া খিঁচুনি অশুভ আত্মার প্রভাবে হয়ে থাকে... অথবা ঈশ্বর এবং রহস্যময় কোন শক্তির ছোঁয়াতে !



7. Alfred Nobel

Alfred Bernhard Nobel একজন সুইডিশ কেমিস্ট, ইঞ্জিনিয়ার এবং ডিনামাইটের আবিস্কারক ছিলেন। তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় ৩৫০ টি জিনিসের স্বত্ব এবং ২০ টি দেশে অনেক কারখানা এবং ল্যাবরেটরির মালিক ছিলেন। William Gordon Linnox একটি লেখাতে উল্লেখ করেছিলেন “অ্যালফ্রেডের ছোটবেলা থেকে মাইগ্রেনের এবং খিঁচুনির সমস্যা ছিল”... পরবর্তীকালে তা মৃগীতে রূপান্তরিত হয়েছিল ! নোবেল তাঁর এই সমস্যাটির উল্লেখ করে গেছেন তাঁর “ Convulsions and Agony” নামের কবিতাটিতে !




8. Michelangelo

তিনি তাঁর সময়ে অনেক বেশি বিখ্যাত ছিলেন... এবং তাঁর সাথে তুলনা হত শুধু লিওনার্দো দ্য ভিঞ্চির। অ্যাঞ্জেলো অনেক ক্যাথেড্রালের অভ্যন্তরের চিত্র এবং ভাস্কর্য সৃষ্টি করে গেছেন... এই অ্যাঞ্জেলোরও মৃগী বা সন্ন্যাসরোগ ছিল !



9. Leonardo Da Vinci

Mona Lisa, The Last Supper খ্যাত এই মানুষটি শুধু চিত্র শিল্পীই ছিলেন না বরং একই সাথে তিনি ছিলেন স্থপতি, উদ্ভিদবিদ, সঙ্গীতজ্ঞ, বৈজ্ঞানিক, গনিতজ্ঞ, প্রকৌশলী, আবিস্কারক, লেখক প্রভৃতি। এত কিছুর পরে তিনি একটি অসুখে আক্রান্ত ছিলেন...মৃগী !



10. Julius Caesar

রোমের এই বিখ্যাত শাসক ইতিহাসবিদদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পূর্ব থেকেই বিবেচিত হয়ে আসছে...একবার জুলিয়াস অনেক অনেক জলদস্যু কতৃক অপহৃত হয়... এবং তারা তাকে মুক্তিপণ হিসেবে ২০ talent স্বর্ণ দাবি করে... জুলিয়াস হাসতে হাসতে তাদের বলে তাঁর মুক্তিপণের পরিমাণ ২০ থেকে ৫০ talent এ উন্নীত করতে এবং তাদের বলে সে ছাড়া পাওয়ার সাথে সাথে তাদের ধাওয়া করে হলেও ধরবে... এবং সে তা করেছিলও। জুলিয়াস তাঁর দেশের নিয়ম অনুসারে তাদের ক্রুশবিদ্ধ করে। বিখ্যাত এই শাসকের মৃগী রোগটি ছিল !




11. Edgar Allan Poe

পো তাঁর আমলের শ্রেষ্ঠ লেখকদের অন্যতম ছিল। সে শুধু লেখকই যে ছিল তা নয় সে সমালোচকও ছিল। সে অনেক বই এবং ছোট গল্প লিখেছেন... কিন্তু সে মূলত সমাদৃত তাঁর রহস্যমণ্ডিত সব লেখার কারণে... পো সেই ব্যাক্তি যিনি সাহিত্যে প্রথম ডিটেকটিভ- ফিকশন ধারার প্রচলন শুরু করেছিলেন। অনেক বছর অবধি মানুষ পো এর মানসিক অবস্থার অনুন্নতির পিছনে মদ এবং ড্রাগ জাতীয় জিনিসকে দায়ী করেছেন... কিন্তু বর্তমানে অনেকে বলেন তাঁর রোগ গুলোর কোন সুষ্ঠ চিকিৎসা হয়নি। তাঁর মানসিক বিভ্রম যে আসলে মৃগী ছিল মানুষ তা ইদানীংকালে এসে অবগত হয়েছে!



12. Aristotle

গ্রীক এই বিখ্যাত দার্শনিক এ হেন কোন বিষয় নাই যা সম্পর্কে নিজের মতবাদ ব্যক্ত করেননি! জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, নীতিশিক্ষা, রাজনীতি, পদার্থবিদ্যা, সঙ্গীত, কবিতা, নাট্য শিল্প প্রভৃতি ক্ষেত্রে তাঁর ভূমিকা অপরিসীম। সে মেসিডোনিয়ার রাজা অ্যালেক্সান্ডারের শিক্ষক ছিল। অ্যারিস্টটলই প্রথম সেই ব্যক্তি ছিলেন যে, মৃগী এবং genius ব্যক্তি যে কখনও কখনও একে অপরের সূত্রে বাঁধা হয়ে যায়... তা বলে গেছিলেন ! তাঁর মতে খিঁচুনির সমস্যা কিছু কিছু ক্ষেত্রে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে... এবং সেই সাথে তাঁর প্রাকৃতিক ক্ষমতার অধিক কিছু করতে তৎপর করে তোলে !




13. Theodore Roosevelt

Theodore Roosevelt আমেরিকার ২৬ তম প্রেসিডেন্ট ছিলেন। এই বাদে তিনি একাধারে সৈনিক, ইতিহাসবেত্তা, ভ্রমনপিপাসু, প্রকৃতিবিদ, লেখক, এবং নিউইয়র্ক এর গভর্নর ছিলেন। সে পরিচিত ছিলেন তাঁর একের অধিক কার্য উদ্যোগের বৈশিষ্ট্যের কারণে! ধারণা করা হয়, তাঁর মৃগী ছিল এবং তাঁর দৃষ্টিশক্তির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তাঁর হাঁপানিও ছিল! এর পরেও সে অনেক সাহসী মানুষ ছিলেন... এবং নিজের কাজের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন !




14. Richard Burton

একসময়ে Richard হলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা ছিল। সে সবার মধ্যে পরিচিত ছিল তাঁর আলাদা ধরণের স্বরের কারণে। কিন্তু এই মানুষটি সারা জীবন কষ্ট পেয়েছেন মৃগী তে এবং এর খিঁচুনি বন্ধ করতে Richard অত্যন্ত পরিমাণে মদ্যপান শুরু করেন। আস্তে আস্তে সে বিষণ্ণতায় যেতে থাকে এবং কোন ডাক্তারের কাছে সে কখনও যেত না কারণ সে বিশ্বাস করত, কোন ডাক্তার তাঁর সমস্যার সমাধান করতে পারবে না ! একসময় তাকে মৃগী তে আক্রান্ত হওয়া ব্যাক্তির তুলনায় পাগলে পরিণত হয়েছে বলে মনে হত !



15. Fyodor Mikhaylovich Dostoyevsky

দস্তয়েভস্কির প্রধান পরিচয় “Crime and Punishment” বইটি ! রাশিয়ান এই লেখক এবং প্রাবন্ধিকের প্রথম মৃগী র লক্ষণ দেখা যায় ৯ বছর বয়সে। এভাবে তাঁর সারা জীবন ব্যাপী মৃগী র ফলে সৃষ্ট খিঁচুনি দেখা দিতেই থাকে। ধারণা করা হয়, দস্তয়েভস্কির নিজের জীবনের অভিজ্ঞতা সে বর্ণনা করেছেন তাঁর “The Idiots” উপন্যাসে Prince Myshkin এর মৃগী র মধ্যে দিয়ে!




16. Pythagoras

পিথাগোরাস ছিলেন সেই ব্যক্তি যিনি নিজেকে সর্বপ্রথম দার্শনিক হিসেবে পরিচয় দিয়ে গেছেন। তাকে “The father of numbers” হিসেবে অভিহিত করা হয়ে থাকে এবং গণিতশাস্ত্রে তাঁর ব্যাপক অবদান বিদ্যমান। এই পিথাগোরাসের মৃগী ছিল, যা শুধু তাঁর কাছের কিছু ছাত্রই জানত !




Tourette’s Syndrome :

এটি একটি জিনগত ভাবে সঞ্চারিত neurological disorder. Tourette কিছুটা বিরল রোগ এবং এর ফলে মানুষ সামাজিক ভাবে মিশতে কিছুটা অক্ষম হয় এবং এরা অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করতে পছন্দ করে থাকেন। যদিও এই বৈশিষ্ট্য গুলি শুধু কিছু কিছু মানুষের মধ্যে চরম ভাবে প্রকট হয়ে উঠে সবার মধ্যে নয় ! গবেষণাতে দেখা গেছে, বেশির ভাগ Tourette’s Syndrome এ আক্রান্ত ব্যক্তি তাঁর বংশানুক্রমে রোগটি বহন করে চলেছে। Tourette’s এ আক্রান্ত মানুষের ছেলে মেয়ের ও ৫০% সম্ভাবনা থাকে Tourretes Syndrome এ আক্রান্ত হওয়ার ! কিছু Tourette’s Syndrome এ আক্রান্ত বিখ্যাত ব্যাক্তি হলেন—

1. Howard Hughes

ইতিহাসের অন্যতম ধনী এই ব্যক্তিটির সমস্যা ছিল ইনি সবসময়ে স্বপ্নের জগতে ভেসে থাকা পছন্দ করতেন কিন্তু অতীব বাস্তব তাঁর অত্যন্ত অপছন্দ ছিল। সে অত্যন্ত রহস্যময় ব্যক্তি ছিলেন... যখন তাঁর সাফল্যের ব্যাপ্তি চারিদিকে, সে নিজেকে অন্য মানুষের থেকে আড়ালে, আবডালে রাখতে পছন্দ করতেন... সে মানুষের সাথে বেশি থাকতে পছন্দ করতেন না ! তাঁর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের সব কিছু তাঁর কাছে শত্রু হিসেবে পরিণত হতে থাকে। সে টিস্যু বা দস্তানা ছাড়া কখনও কোন জিনিস এক পর্যায়ে স্পর্শ পর্যন্ত করত না... কারণ তাঁর ধারণা ছিল এভাবে সে ব্যাকটেরিয়া বা কোন ভয়াবহ অসুখে আক্রান্ত হয়ে পড়তে পারে ! পরের দিকে তাঁর এই বাতিকগ্রস্ত স্বভাবের কারণে সে স্বাভাবিক খাওয়া দাওয়া এমনকি ওষুধ পত্রাদি খাওয়াও কমিয়ে দিয়েছিল। অত্যন্ত ধনী এই ব্যক্তিটির Tourette’s Syndrome ছিল ! এই Howard Hughes এর জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল বিখ্যাত সিনেমা “The Aviator” !



2. David Beckham

ইংল্যান্ড ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন এবং Manchester United এর একসময়ের অন্যতম তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের একধরণের জটিল ধরণের Obsessive-Compulsive Disorder রয়েছে... যা Tourette’s Syndrome এর অপর নাম। ডেভিড তাঁর আশেপাশের প্রত্যেকটি জিনিস সবসময় নিখুঁত অবস্থায় দেখতে পছন্দ করে এবং সে পরিষ্কার পরিছন্নতার ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের। সব কিছু তাঁর মতে, একটি নির্দিষ্ট সামঞ্জস্য মোতাবেক হওয়া চায়... যেমন কোন টেবিলে তিনটি বই থাকলে তাকে জোড়া হিসেবে দেখা পছন্দ করে সে... এর জন্য হয় সেই তিনটি বইয়ের সাথে একটি আরও যোগ করে চারটি করে রাখতে হবে নতুবা তিনটি বই থেকে একটি বই কমিয়ে দুইটি করে রাখতে হবে... অন্যথা তাঁর পছন্দ নয় !




3. Wolfgang Amadeus Mozart

১৯৯২ সালের দিকে ব্রিটিশ একটি মেডিক্যাল জার্নালে হরমোন বিশেষজ্ঞ Benjamin Simkin M.D এর একটি লেখা প্রকাশিত হয় যার মতে, বিখ্যাত সঙ্গীতজ্ঞ মোৎজার্ট Tourette’s Syndrome এ আক্রান্ত ছিল। মোৎজার্ট তাঁর চাচাতো বোন মারিয়াকে এমন অনেক চিঠি লিখেছিল যা কিছুটা অসংলগ্ন এবং অশ্লীল ছিল ! সেখানে তাঁর বিচিত্র মনোভাবের পরিচয়ও ফুটে উঠেছিল !




4. Dr. Samuel Johnson

ইনি সব থেকে বেশি সমাদৃত ইংরেজি অভিধানের প্রণেতা হিসেবে। এ বাদেও একাধারে সে প্রাবন্ধিক, জীবনী ভিত্তিক লেখক এবং সমালোচক ছিল। জনসনের দৃষ্টি শক্তি দুর্বল ছিল, শ্রাব্য ক্ষমতা কিছুটা কম ছিল এবং তাঁর মুখ মণ্ডল দাগে পরিপূর্ণ ছিল শৈশবে Scrofula হওয়ার দরুণ ! তাঁর স্বভাব চরিত্র কিছুটা উদ্ভটও ছিল। Boswell এর ধারণা মতে, Dr. Johnson এর বিচিত্র স্বভাব চরিত্রের সাথে Tourette’s syndrome এ আক্রান্ত মানুষের সাদৃশ্য পরিলক্ষিত হয় !




রেফারেন্স লিঙ্কঃ

Click This Link

Click This Link

**** এই পর্বের লেখাগুলো সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !:#P !:#P !:#P !:#P























সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

লিখেছেন প্রামানিক, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

লিখেছেন জেন একাত্তর, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯


দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন

×