রাজনীতি থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় করে দেয়া জরুরি। কেবলমাত্র জনগণই দেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রীকে প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে। এ অভিমত ব্যক্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব।
আজ শুক্রবার বরিশাল নগরীর হাসপাতাল রোডের হ্যাপি নিবাসে জেলা ও মহানগর জাসদের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সে এ কথা বলে।
সে বলে, এদের বিদায় করতে না পারলে রাজনীতির অরাজকতা ও নৈরাজ্যের অবসান ঘটানো সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে একক সরকার গঠন না করে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উচিত ছিল জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা। আর ঐকমত্যের সরকার হলে শেখ মুজিবকে জীবন দিতে হতো না বলেও মন্তব্য করে।
সে বরিশালসহ ৯টি প্রদেশ, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




