
অনেক অনেক বিষন্ন সন্ধ্যা শেষে,
এই শহরে বৃষ্টি নামে....
কোন এক বৃষ্টি ফোঁটার নাম হয়ে যায় 'তুমি'
কোনটা হয়ত 'আমি',
কোনটা বা মেঘের সাথে মিশে হারিয়ে যায়
দূর থেকে দূরে,আরো কিছু দূরে.....
আমাদের সাথে জোট পাকিয়ে
যাযাবর বৃষ্টিটাও যেন হারিয়ে যায়,
এই শহরে বৃষ্টি মানে-
তোমার কথাই ভাবতে চাই।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




