চলতি বছর বাংলাদেশে পরিচালিত গ্যালপ জরিপে দেখা গেছে বিশ্বে বাংলাদেশের মানুষই সবচেয়ে ধর্মপ্রান। জরিপে সব বাংলাদেশী (১০০%) এক বাক্যে বলেছেন, তাদের দৈনন্দিন জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ বিষয়। আগের তিনটি গ্যালপ জরিপেও চিত্রটা অনেকটা একই ছিল। বরং এবার ধর্মীয় কর্মকান্ডে অনূরাগ আরেকটু বেড়ে যাওয়ার চিত্র দেখা গেছে।
২০০৬ সালে যেখানে ছিল ৯৬ শতাংশ, ২০০৭ ও ২০০৮ সালে ৯৯শতাংশ, সেখানে ২০০৯ সালে পুরোপুরি ১০০ শতাংশ হয়ে গেছে।
গ্যালপ জরিপে বিশ্বের শীর্ষস্থানীয় ৫টি দেশের মধ্যে নাইজার দ্বীতিয়, ইন্দোনেশিয়া তৃতীয়, আফ্রিকার ছোট দেশ মালাবি চতুর্থ এবং শ্রীলংকা পঞ্চম স্থানে রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




