somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেড হিউজ (১৯৩০—১৯৯৮) এর কবিতা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টেড হিউজ (১৯৩০—১৯৯৮) এর কবিতা

সংক্ষিপ্ত পরিচিতি#

ইংরেজি ভাষার অন্যতম কবি টেড হিউজ ১৭ই আগস্ট ১৯৩০ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। পুরো নাম এড‌ওয়ার্ড জেমস টেড হিউজ। তিনি একাধারে কবি, নাট্যকার ও শিশুতোষ লেখক ছিলেন। সমালোচকদের অভিমত, তিনি তাঁর প্রজন্মের অন্যতম সেরা কবি ছিলেন ও বিংশ শতাব্দীর অন্যতম সেরা লেখক ছিলেন তিনি। মৃত্যুর পূর্ব-পর্যন্ত পয়েট লরেটের দায়িত্ব পালন করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে—

দ‍ি হাওক ইন দ‍্য রেইন (১৯৫৭)
ক্রো (১৯৭০)
রিমেইনস অব এলমেট(১৯৭৯)
মুরটাউন ডাইরী (১৯৭৯)
উল্ফ‌ওয়াচিং(১৯৮৯)
রেইন-চার্ম ফ দ‍্য ডাচী (১৯৯২)
টেইলস ফ্রম অভিদ (১৯৯৭)
বার্থডে লেটার্স (১৯৯৮), ইত‍্য‌াদি।



তিনি ব‍্যক্তি জীবনে ১৯৫৬ সালে আমেরিকান কবি সিলভিয়া প্লাথ-কে বিয়ে করেন। কিন্তু প্লাথ ১৯৬৩ সালে আত্মহত্যা করেন। পরবর্তীতে ১৯৭০ সালে ক‍্য‌ারল অর্চার্ড কে বিয়ে করেন। মাঝে ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত আসিয়া ওয়েভিল-এর সাথে লিভ-টুগেদারে ছিলেন। তাঁর তিন ছেলে মেয়ে। ২৮ শে অক্টোবর ১৯৯৮ সালে এই কবির মৃত্যু হয়।




তাঁর মুরটাউন ডাইরী (১৯৭৯) কাব‍্যগ্রন্থ থেকে তিনটি কবিতা বাংলায় ভাষান্তর করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


“মুরটাউন ডাইরী” থেকে টেড হিউজের তিনটি কবিতা
ভাষান্তর : ঋতো আহমেদ

১৯৭০ সালে হিউজ ও তাঁর স্ত্রী ক‍্য‌ারল ইংল‍্য‌ান্ডের ডেভনে একটি ফার্ম কেনেন। তারপর শশুরের সাথে পার্টনারশিপে ফার্মটি চালিয়েছিলেন তিনি। ব‌ইটিও উৎসর্গ করেন শশুর জ‍্য‌াক অর্চার্ড-এর নামে। সেই সময়ে লিখিত কবিতাগুলো এই ব‌ইয়ে স্থান পেয়েছে।

মুরটাউন ডাইরী আসলে দৃষ্টি খোলে ভাষার আড়ালে লুকিয়ে থাকা সেই সব প্রাণীদের দিকে। এখানে হিউজ কবিতাগুলো এমনভাবে লিখেছেন যেন কাঁচি চালিয়ে সমস্ত বাহুল্য ছেঁটে ফেলেছেন—পড়তে গেলেই মনে হয় এক পিন-পতন নৈঃশব্দ্যের গহীন থেকে উঠে আসছে একেকটি শব্দ। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন একেবারে আলাদা এক জগৎ। কবিতাগুলোয় এক ধরনের গতি, ঔজ্জ্বল‍্য, ত্বরা এবং বাচনীয়তা লক্ষ‍্যনীয়।

আসুন পড়ি—



অসহায় পাখিরা

কাদার নোংরা ঝোপ। ওদের খুলির
ভেতর নীল আবছা আঁধার চেপে ধরে
নক্ষত্রের বিদ্যুৎবাহী তার। সারা রাত
পাশের আধ-ভেজা ডালে, ডালপালার মতোই বিস্তৃত সব নখ,
ওরা স্বপ্ন দ‍্য‌াখে, স্বর্গে পালকহীন হয়ে গেছে,
আর দ‍্য‌াখে বুভুক্ষু সব অঙ্গ প্রত্যঙ্গ। সন্ত্রস্ত হয়, নিচে,
উড়ে যায় মাঠের দিকে। সারাদিন
ঘুমাতে চেষ্টা করে ভালো
চোখের আড়াল করতে চায় না ঘাস। আতঙ্ক
পাহাড় থেকে পাহাড়ে তাড়িয়ে বেড়ায় ওদের। নিরাপত্তা খুঁজে ফেরে ওরা
সবখানে, যেন তা লুকিয়ে আছে
সমস্ত পাথরের আবদ্ধ সব
মুখে।

(১০ ডিসেম্বর ১৯৭৩)



বরফের ধোঁয়া, যেন ফুটছে মাঠপ্রান্তর

বাছুর কাঁদছে।
চাড়ি ঘনীভূত হচ্ছে।
মুরগী ভুলে গেছে তার কণ‍্য‌াদের।
মুক্ত অপ্রত্যাশিত শিয়াল মাঝমাঠ অতিক্রম করে যাচ্ছে।
আর এ বিষয়ে কোনো আগ্রহই নেই গাছের ডালপালাদের।
আস্তরে ডুবে যাচ্ছে ফার্মটির ছাদ, যেন দেখাচ্ছে তিমির মতো।
ভেড়া হয়ে যাচ্ছে ম্লান বিনীত। এর মধ্যেই
প্রথম চেঁচিয়ে উঠলো পেঁচা, বন্দীর শর্ত ভঙ্গের মতো, তুষার কণার
ঘন শুভ্রতায়।

(৮ ফেব্রুয়ারি ১৯৭৫)



অর্ফ (ক্ষুরা)

কারন তার নাকে মুখে ছিল পঁচা ঘা
মাসের পর মাস, কোনো চিকিৎসাই কাজে লাগে নি,
এবং তার চার পা-য়েও ছিল এক‌ই রকম ঘা,
কোনোভাবে শুধু দাঁড়াতে পারতো, এর বেশি না,

অসুস্থতা তার বেড়ে-ওঠাকে বদলে দিয়ে অবলীলায়
অসুস্থতাকেই বাড়িয়ে দিচ্ছিলো
যখন তার মুখোশ ভেদ করে শ্বাস প্রশ্বাসের ঘরঘর আওয়াজ হচ্ছিলো
যখন কোনো পদার্থে-ই যেন থামছিলো না

বাছুরটিকে গুলি করি তখন।
সে অন‍্যদিকে তাকিয়ে ছিল আর আমি গুলি করি।
দুই কানের মাঝ বরাবর করি।

মাটিতে পড়ে যায় সে।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনাআপনি স্থির হয়ে যায় ধীরে
আর রক্ত বেরিয়ে আসে, নিঃশেষ।

কিন্তু ওর আত্মা যা আমার তত্ত্বাবধানে ছিল
উঠে আসে, যেখানে পড়ে ছিল তার শরীর, সেখান থেকে উঠে এসে দাঁড়ায় আমার সামনে

মুক্তি চায়,
নির্বাপিত হ‌ওয়ার অনুমতি চায়,
অনুমতি চায় অন্তত, একটু অপেক্ষার,

যতক্ষণ না আমার মাথার ভেতর
তেজষ্ক্রিয় এক স্থান
যেখান থেকে পতিত উল্কা সরিয়ে নেয় ওর শরীর।

(৩রা জুলাই ১৯৭৬)

ছবি সূত্র : ইন্টারনেট। ২য় ছবিতে সিলভিয়া ও টেড। ৩য় ছবিতে টেড আসিয়া আর তাদের মেয়ে। ৪র্থ ছবিতে ক্যারল এবং টেড।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০



'অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'।
হাহাকার ভরা কথাটা আমার নয়, একজন পথচারীর। পথচারীর দুই হাত ভরতি বাজার। কিন্ত সে ফুটপাত দিয়ে হাটতে পারছে না। মানুষের... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

×