হৃদয় যতই ব্যথিত থাক,কর্মচক্র চলিতেই থাকে, দুর্বুদ্ধিতে রবিবাবু এইকথা কইছিলেন, আসলে সবার শোক প্রকাশের পন্থা ভিন্ন। HOTD এর এই ডায়লগ মনে পইরা গেলো, we must all mourn in our own way।
কেনো এই কথা বলতেছি তার কারণ ব্যাখ্যা করতে চাচ্ছিলাম না, এখন ভুল বুঝাবুঝির এপিসোড চলতেছে। তারপরও অল্প করে বলি...
যে মরে তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিলো বা তার মৃত্যুতে আপনার কতটা ক্ষতি হইছে সেটার উপর নির্ভর করে তার মৃত্যুতে আপনার শোক প্রকাশের তীব্রতা।
জানাজায় এক হাজার মানুষ আসলেও কান্দে দশ বিশজন।
যে মরে তার মৃত্যুতে সবচেয়ে বেশি কস্ট পাবে তার পরিবার, পরে বন্ধুবান্ধব, পরে সহযোদ্ধা, পরে চেনাজানা পরিচিত লোকজন, এইভাবে ধাপে ধাপে কস্টের স্কেলে ১০০ এর মধ্যে ১০০ থেকে ১/২ বা ০ তে আইসা ঠেকে। এইটা অস্বাভাবিক কিছু না।
কেউ শোক প্রকাশ না করলে তারে ধইরা বাইন্দা শোক প্রকাশ করানোর চেস্টা বা তারে নিন্দা করাও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।
যারা নিন্দা করতেছেন আপনাদের জীবন কি থেমে আছে? হাগামুতা বন্ধ? কাজ কাম একেবারে বাদ? গত ছয় সাত দিন যাবত কিছুই খান নাই? বউ বন্ধু বান্ধব প্রেমিকার সাথে কথা বলেন নাই?
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৪ রাত ৩:৪৮