নাম: এ জগতে অপ্রয়োজনীয় জিনিষ না চাইলেও থেকে যায়, কন্তু প্রয়োজনীয় জিনিষ সামান্য অসতর্কতায় হারিয়ে যায়। (বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আমি নীচের পরীক্ষাটি করেছিলাম)
প্রয়োজনীয় উপকরণ :
১।জানালা সহ একটি ঘর।(জানালাটি থাকবে কোনো নুংরা জায়গার পাশে)
২।যেকোনো একটি অপ্রয়োজনীয় কাগজ (দলা পাকানো)
৩।একটি ৫০০ টাকার নোট।
পরীক্ষা :প্রথমে আমি একটি অপ্রয়োজনীয় দলা পাকানো কাগজটা জানালার দিকে ছুড়ে মারলাম, ওটাকে বাইরে ফেলে দেয়ার জন্য।কিন্তু না, কাগজটা জানালার শিকে লেগে ফিরে আসল।কুড়িয়ে নিয়ে আবার মারলাম।এবারও ফিরে আসল।তারপর আবার।বেশ কয়েকবার চেষ্টা করলাম। কিন্তু একই ফল।
এবার ৫০০ টাকার নোটটা একইভাবে থ্রো করলাম জানলার দিকে ! হ্যা, এবার কিন্তু ঠিকই চলে গেল জানার ওপারে ! তাড়াতাড়ি বাইরে গেলাম, কিন্তু না, ৫০০ টাকার ঐ নোট, আর খুজে পেলাম না !!
(হায়রে হায়, এই এক ফালতু পরীক্ষা করতে যেয়ে,৫০০ টাকা গচ্ছা দিলাম
তাহলে কী দাড়ালো? এ জগতে প্রয়োজনীয় চাইলেও তাড়ানো কঠিন।অথচ ছোট্ট ভুলে হরিয়ে যায় কত প্রয়োজনীয় জিনিষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




