প্রবাদ দুইটি পাশাপাশি রেখে দেখুন, তারপর বলুন কোনটি সঠিক।
১।দশের লাঠি,একের বোঝা।(এর অর্থ : একজনের কাছে যা খুব কঠিন, দশ জন মিলে তা করলে অনেক সহজ সুতরাং অনেকে মিলে এক সাথে কাজ করা উচিৎ)।
২।অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট(অর্থাৎ, অনেক মিলে করতে গেলে কাজটা নষ্ট হতে পারে।)
তাহলে, কোনটি অনুসরণ করব,১ না ২?
এমনই আরো একটা উদাহরণ:
১।নাই মামার চেয়ে কাণা মামা ভালো।(কিছুই না থাকার চেয়ে বরং একটু ত্রুটিযুক্ত কিছু থাকা ভালো।)
২।দুষ্ট গরুর চেয়ে শুণ্য গোয়াল ভালো।(ত্রুটি যুক্ত কিছু থাকার চেয়ে একেবারেই না থাকা ভালো)।
একই সমস্যা, কোনটা অনুসরণ করব?
এরকম উদাহরণ বোধহয় আরো আছে, পারলে একটু জানাবেন প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




