তোমার ক্ষয়ে যাওয়াতে আজ আর কষ্ট পাই না
যতটা কষ্ট হয় আমার সিগারেট ক্ষয়ে
তোমার চলে যাওয়াতে ও আজ দুঃখ নেই
যতটা দুঃখ আমার শিহরণ হারানোয়
তোমার কান্নাতে আজ আমি শিক্ত নই
যতটা শিক্ত আজ ভেজা বাতাসে
তোমার চিৎকার আমার কানে বাজেনা আর
কানে বাজে আজ একা থাকার হাহাকার
আজ তোমার কোন কিছুই আমার না
তোমার কিছুতেই আমার কিছু আসেযায় না
শুধু আমি আজও আছি শুধুই তোমার.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


