তাকে আমি খুব শ্রদ্ধা করি,তবে এ বিষয়ে একমত হতে পারলাম না।
1. জনসংখ্যা ক্রাইসিস অন্যদেশে, আমাদের দেশে না , আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যা।
2. অপ্রতুল জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা দুটোই নেতিবাচক।
৩. মিশর আমাদের থেকে ৫/৬ গুন বড় দেশ, কিন্তু তাদের দেশে ১৩/১৪ কোটি জনসংখ্যা সম্ভবত, কিন্তু এতেই তারা জনসংখ্যা কমানোর পরিকল্পনা করছে ,আর আমরা এখন উল্টো কাজ করব?
৪. জনসংখ্যা কম থাকার চেয়ে বেশি থাকা বেশি অসুবিধা,কারন অনেকই তাহলে বেকার থাকবে।
আর বাংলাদেশ এমনেই পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ,তার মধ্যে আবার এগুলো বলছেন ,সিরিয়াসলি?
আমাদের দেশ পৃথিবীর অন্যতম জনসংখ্যার ঘনত্বের দেশ, রাস্তাঘাটে মানুষের জ্বালায় দাঁড়িয়ে থাকা যায়না, সারাক্ষণ জ্যামে আটকে থাকা লাগে । তার মধ্যে যদি উনার মতো এত শ্রদ্ধেয় মানুষ সবাইকে এই উপদেশ দেয় তাহলে আমাদের অবস্থা ভবিষ্যতে কিরকম হবে?
আপনার কি মত?

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



