আজ থেকে কয়েন টসের মাধ্যমে আমার দৈনন্দিন কাজের রুটিন ঠিক করব ।
এমনি তেই CGPA এর অবস্থা করুণ তাই ভাবলাম CGPA বাড়ানোর জন্য লাইফটাকে রুটিন মোতাবেক চালানো উচিৎ । টসের নিয়মটা হচ্ছে এইরকম ----------------
কয়েন টস করে --
Head যদি উঠে তবে ঘুমাবো
Tail যদি উঠে তবে TV দেখব অথবা net এ বসব
........যদি কয়েন খাঁড়া ভাবে পড়ে তাহলে গান শুনব
আর যদি হাওয়ায় ভেসে থাকে তবে পড়তে বসব ।
আপনিও এভাবে টসের মাধ্যমে আপনার দৈনন্দিন কাজের রুটিন ঠিক করতে পারেন আশাকরি ভালো ফল পাবেন ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




