কিভাবে যাবেন
ঢাকা থেকে বগুড়া যাওয়ার ভালো অনেক বাস আছে । গ্রিনলাইন এ ভাড়া বেশী । কম খরচে যেতে শান্তিনগর মোড় থেকে এস.আর পরিবহন বা বিআরটিসি @ কমলাপুর করে যেতে পারেন । নন এসি ভাড়া ৩০০ ( অক্টোবার ২০১১) । তবে যে বাস এতেই যান , , পর্যটন মোটেল নেমে যাবেন , কারণ বাসগুলো রংপুরগামী , , বগুড়া শহর এর পাশে দিয়ে চলে যায় । অর্থাৎ আপনি বনানী, বগুড়া নেমে যাবেন ।
কোথায় থাকবেন
বাস থেকে নেমে পর্যটন হোটেলে থাকতে পারেন । তবে আমি বলবো না থাকার কারণ ওটা শহর থেকে একটু দূরে । তাই বাস থেকে নেমে রাস্তা পাড়হন , অর্থাৎ পর্যটন মোটেলের ঊল্টা দিক থেকে রিক্সা নিয়ে সাতমাথা/ চারমাথা চলে আসলে কম খরচে অনেক ভালো হোটেল পাবেন ।
দামী হোটেল
* বগুড়া শহর তেমন বড় না । হারানোর কোন চিন্তা নেই । ছিমছাম শহর , , ছোট হলেও দোকানপাট অনেক বেশী।
* শহরেই রয়েছে লেখিকা রমেনা আফায , নায়িকা অপু বিশ্বাস ৬ তলা ৬ কালারের বারান্দার বাড়ি , কিপার মুস্ফিকুর রাহিম এর বাড়ি , একজন ভাষা সৈনিকের বাড়ি ।
এই পর্বে শহর ও আশেপাশে কিছু জায়গার ছবি দেয়া হল
এশিয়া সুইটমিট , এদের দই অসাধারণ
বিখ্যাত আকবরিয়া হোটেল
বিহারি কলোনির কাবাব
জিলাপি আমুরতি
এবার শহর থেকে দূরে ২ ঘণ্টার পথ
বেতার ভবন
চিশতিয়া কালিমিয়া , নলডুবি , বগুড়া
এটাও একটা মাজার
মাজারের পুকুর
নাগর নদী
পরবর্তী পর্বে - প্যালেস মিউজিয়াম, মহাস্থানগড় , গোঁকুল ভিটা , বেহুলার বাসর ঘরসহ আরও কিছু স্থান। ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




