তোমারে পথম যেদিন দেখলাম,
মনে হইলো তোমারে তো চিনি বহুত দিন,
তুমি যেন আমারই নিকট কেউ,
যেন আমারই বুকের পাঁজর দিয়া গড়া!
তুমি মুচকি হাসলা,
তুমি চোখ দিয়া কীসব যেন কইলা,
তারপর কাছে আইলা,
অতটা কাছে না, যতটা কাছ আইলে-
মাইনসে রবিঠাকুরের ল্যাহান কইয়া ওঠে-
"আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম",
বরং কিছুটা দূরে থাইকা, তুমি কাছে আইলা,
তুমি হাসলা,
তুমি হাসাইলা,
এরপর চইলা গেলা,
যেমনে চইলা যায় ভোরের শিশির,
সন্ধ্যার গন্ধ,
অমাবস্যার পূর্বক্ষণ বা পরক্ষণ,
তেমনি চইলা গেলা তুমি।
আমার জ্ঞান ফিরল,
আমি যেন ঘোর কাটাইয়া উঠলাম,
আমি তোমারে ঠিকই চিনলাম,
তুমি আমার বুকের পাঁজর দিয়াই গড়া-
আমার বুকটা, হিমালয়ের সমান দুঃখ দিয়া গড়া,
তাই দুঃখরে আমি ঠিকই চিনবার পারি
তুমি দুঃখ।
তোমার আরেকখান যে নাম-
ঐটা হগ্গলের লাইগা।
আমার লাইগা তুমি হইলা দুক্ষের ছদ্মনাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




