লিংক সংযুক্ত
https://rajuk.gov.bd/sites/default/files/files/rajuk.portal.gov.bd/notices/f7c09a94_7c23_40b2_8008_669efa66070d/2025-07-20-05-42-b536409db7af9a51e0da9532cfac3225.pdf
এ ব্লকের ১৬৫৪ স্কয়্যারফিটের ভবনে যেভাবে গ্রাহকদের ফাঁকি দেয়া হয়েছে , সেটা বিবেচনা করলে তার চেয়ে ৪০৪ স্কয়্যারফিট কম সাইজের অর্থাৎ বি ব্লকের ১২৫০ স্কয়্যার ফিটের ফ্ল্যাটের মূল্য বড়জোর ৫০ লাখ টাকা হওয়া উচিৎ ।
প্রায় ৯১ লাখ ১২ হাজার টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনবে জনগন ?
মনে হয় তা সম্ভব নয় ।
আমার মতে ফ্ল্যাটের মূল্য ৫০ লাখ এবং মূল কাঠামো ঠিক রেখে ইনটেরিয়র ডিজাইন বরাদ্দ প্রাপকদের আবেদনের প্রেক্ষিতে তাদের ইচ্ছা মাফিক ডিজাইন অনুমোদনের ব্যবস্থা রেখে এই প্রকল্প করা হলে মানুষ উপকৃত হবে । ফ্ল্যাটগুলো মানুষ উৎসাহের সাথে কিনবে । নয়তো এ ব্লকের ফ্ল্যাট যেভাবে গণহারে মানুষ সারেন্ডার করেছিল, সেরকমই হবে ।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




