তার প্রশ্নের উত্তরে আমার জবাব -
জবাবের স্বার্থে একটু ভুমিকা রাখতে চাই । প্রথমতঃ জিয়াউর রহামনকে হত্যা করে যে বিএনপির পরবর্তী অগ্রযাত্রা শুরু হয়েছিল, সেই বিএনপিকে খুব চাতুরতার সাথে স্লো-পয়জনিং করা হয় । জিয়াউর রহমানের দূরদর্শী রাজনৈতিক আদর্শ থেকে সরিয়ে অনেকটাই “ আওয়ামীষ্টাইলের বিএনপি”তে রূপান্তর ঘটানো হয় । খালেদা জিয়াকে কাঠের পুতুল হিসেবে রেখে মূলতঃ ডিপ ষ্টেট যারা পরিচালনা করেছেন, সেই গাদ্দারগুলো ভারতের র’ এর এজেন্ট হিসেবে এই কাজ করেছে এবং জিয়াউর রহমানের বিএনপিকে খুব স্লোলী বিষাক্ত করা হয়েছে।
এ কারণে ৫ই আগষ্ট তারেক রহমান সাহেবের জনপ্রিয় বক্তব্যকে দলের চিহ্নিত গাদ্দারগুলো বিএনপির মূল ন্যারেটিভ হিসেবে দাঁড় করিয়ে বিশাল জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করতে দেয়নাই । তারা এতটাই সফল হয়েছে যে, শেষ পর্যন্ত তারেক রহমানকে দিয়েই আওয়ামী ষ্টাইলের বয়ান দিয়েছে ।
এবার বলছি কেন তারা ১৯৭২ এর সংবিধান বহাল রাখতে চায় ?
তারা রাষ্ট্র ক্ষমতায় বসে দেখেছে যে, খালেদা জিয়া নেতৃত্বে থাকলে তাদের ঘনিষ্ট মিত্র “আওয়ামীদের মত আয় রোজগার হয় না” । তাই তারা অতিষ্ট হয়ে এবং রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ/ক্লান্ত হয়ে ২০০৯ সালে আওয়ামীলীগকে অবৈধভাবে ক্ষমতায় বসতে সুযোগ করে দিয়েছে । গত ১৬ বছরে তারা ক্ষমতার বাইরে থেকে যথেষ্ট বখরা কামিয়েছে, যা সারাজীবন ক্ষমতায় থাকলেও করতে পারত না ( বিভিন্ন ইউ টিউবারদের তথ্য মতে ) । তারেক রহামান সাহেবের ৫ই আগষ্ট এর অবস্থান যদি তিনি হৃদয়ে ধারণ করে রাষ্ট্র প্রধান হন, তাহলে তার নেতৃত্বেও আওয়ামী ষ্টাইলে কামাই করা সম্ভব হবে না । অতএব----
১৯৭২ এর সংবিধান বিলুপ্ত হলে বিএনপি খাবে কি ? তারাতো জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না, তারা বাধ্য হয়ে কিছুদিনের জন্য ক্ষমতায় যাবে এবং আবার তাদের মিত্র আওয়ামী রাজা-বাদশারা বহাল তবিয়তে ফিরে আসবে এবং তাদেরকে লাথি মারার নাটক করে বের করে দিবে। ওদের কর্মীরা আন্দোলন করবে, জান দেবে । সবই করবে দেশে প্রেমের সাইনবোর্ড ঝুলিয়ে । আবার যথারীতি মাঠের রাজনীতি, দলীয় অফিসের সামনে বসে কিছু শো ডাউন নাটক । একটু জেলে যাবার নাটক এবং জামিন নিয়ে আবার ঘরে বসে বিনা শ্রমে, বিনা পুঁজিতে আওয়ামী চোর বাটপারদের লুটপাটের অংশীদার হয়ে মাল কামাবে । কতই না মজা !! তাই না ??
জবাব কি সঠিক হয়েছে ? কমেন্ট করলে কৃতজ্ঞ থাকব ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




