Click This Link
আজকের শিরোনামের কথাগুলো আমি বহুবার লেখার স্বাধীনতা যেখানে রয়েছে, লিখেছি । বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি । সেই জিয়াউর রহমানের হত্যার পর থেকে বলে আসছিলাম, তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশকে স্তব্ধ করে দেবার জন্য । ১৯৯১ সালে ইলেকশনে হেরে গিয়ে পরবর্তী ইলেকশনে জেতার কৌশল হিসেবে হাসিনা যখন মাথায় পট্টি আর হাতে তসবিহ নিয়ে অভিনয় করত, তখন তার সেই ছবি সম্বলিত প্রচার পোষ্টের শিরোনামে প্রথম আলো যত রিপোর্ট করেছে, প্রত্যেকটার কমেন্ট বক্সে আমি ছদ্মনামে লিখেছি, “এই সাইকো মহিলার অভিনয়ে গলে গিয়ে যদি এই জাতি ভুল করেও তাকে ক্ষমতায় বসান, তাহলে সে এই রাষ্ট্রকে জাহান্নাম বানিয়ে দেবে । কেননা আপনারা বিবিসির সাবেক সাংবাদিক সিরাজুল ইসলামের লেখাটা না পড়লে বুঝতে পারবেন না, এই মহিলার এই লেবাস পরে অভিনয় করার পেছনে আসল উদ্দেশ্য কি ?”
দেশকে জাহান্নাম বানানোর প্রকল্প ১৯৯৬ সালে প্রথম দফায় ক্ষমতায় গিয়ে করার বীজ বপন করেছিল সংগোপনে । এটা কবে বুঝলো এই জাতি ? টানা ১৫ বছরের দু:শাসন কি প্রমাণ করেনাই ? সে ক্ষমতায় থাকতেই একজন বিচারক সরকারি উকিলকে উদ্দেশ্য করে বলেছিলেন কি না ? “ আপনি চুপ করেন, দেশটাকেতো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন !”
মনে পড়ে ?
সেই ১৯৯১ সাল থেকে আমার মত অখ্যাত অধম, যার লেখার কোন পাঠক নেই বললেই চলে, সেই সময়ে প্রথম আলোর পাঠক মন্তব্য কলামে লিখে সচেতন করে আসছিলাম । বিগত ষোল বছরের কু-শাসনের চুড়ান্ত পরিণতি ২০২৪ এ এসে “জাহান্নাম বানানো”র সে প্রমান পেয়েছি কি না আমরা গোটা জাতি ?
টানা ১৫ বছর বিএনপি এত ধোলাই খাওয়ার পরও, ২০২৪ এ গোলামীর জিঞ্জির থেকে ২য়বার আবার স্বাধীনতার এত বড় দৃষ্টান্ত সামনে উপস্থিত থাকার পরও এখনো তাদের শিক্ষা হলো না ? এখন পিনাকী আপনাদের নিয়ে বলেন । নিজেদের ভুল না শুধরে তাকে আপনারা অনেকে খ্যাপাটে বলেন ? অনেকে অনেক রকম ট্যাগ লাগিয়ে তাকে ডি-মোরালাইজ করার চেষ্টা করেন ?
কিন্তু যতই চেষ্টা করেন, সত্য কি কখনও মুছে ফেলতে পারবেন ?
দেশের অধিকাংশ মানুষ বেভোলা । গোল্ড-ফিশ মেমোরী এই জনপদের অধিকাংশ মানুষের । সেই সাথে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশই মোনাফেকী জিন্দেগীতে ডুবন্ত । তারা যে নিজেরাই নিজেদের নির্বুদ্ধিতার কারণে, অজ্ঞতার কারণে মোনাফেকীর জালে আটকে গেছে, এই বোধই অনেকের নাই । সেই দুুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে যারা সত্যকে মুছে ফেলতে চান, তারা আসলে সত্য কোনদিনও মুছে ফেলতে পারবেন না ।
প্রতিহিংসার বশঃবর্তী হয়ে, সত্যকে মোকাবেলার সাহস না থাকায় হয়তো আপনারা আজকের সত্য-প্রকাশকারিকে নানাভাবে ডি-মোরালাইজ করে এমনকি সুযোগ পেলে খুন করে হলেও মনে করবেন, আপনারা সফল হবেন ? না । কেননা আপনাদের ঘর থেকেই জন্ম নিতে পারে এমন সন্তান যার ব্রেইন থেকেই আবার সত্য ডিসকভার হতে পারে । কারণ ঐ ব্রেইনটা আদমের ব্রেইন এর অংশ । যে ব্রেইন স্বয়ং শ্রষ্টা তার ফিত্বরাতে সৃষ্টি করেন । পৃথিবীর কোন শক্তির পক্ষে অন্য কোন ফিত্বরাতে মানুষের ব্রেইন সৃষ্টি করা যাবে ?
অতএব বর্তমান বিএনপির নেতা জিয়াউর রহমান সাহেবের ছেলেকে বলছি, কার ফাঁদের পা দিয়ে নিজের পিতার হাতে গড়া গৌরবার্জিত দলটার সর্বনাশ করেই চলেছেন, যেমনটি করা হয়ে আসছিল সেই ১৯৮১ সাল থেকেই সংগোপনে ? ভুল থেকে কি শিক্ষা নিবেন না ?
সাধু ! সাবধান !!!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




