বাংলাদেশের রাজনীতি থেকে মিথ্যা এবং মোনাফেকী স্বভাব থেকে মুক্ত হওয়ার সুযোগ আল্লাহ ১৯৭৫ এবং ২০২৪ এ অত্যন্ত নিঁখুতভাবে করে দিয়েছিলেন । এটি কি আমরা গত ৫৪ বছরে কেউ অনুভব করেছি ? ২০২৪ এর স্পষ্ট ইতিহাস সাক্ষ্য জ্যান্ত থাকার পরও কি কেউ অনুভব করছি না এখনো ?
আমার মনে হয়, এ ব্যপারে সকল দায়িত্বশীলরা পরিপূর্ণরূপে গাফেল ।
আর এই গাফিলতির শাস্তিই আমাদের উপর বার বার অর্পিত হচ্ছে ।
রাজনীতি যারা করছেন, তারা যদি ইতিহাসের এই চরম জলন্ত শিক্ষা থেকে এখনো শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আপনারাতো ধ্বংস হবেনই , গোটা জাতিকে আপনারা ধ্বংসের মুখে নিপতিত করে যাবেন ।
দেশের তরুণ সমাজকে বলছি,
যা কিছু কল্যাণকর, পরিবার, সমাজ, রাষ্ট্রে তা বাস্তবায়নের পথে চিরকালই বাঁধ সেধেছে বুড়ো শয়তানরূপী মানুষরা । এর বিপরীতে বিপ্লব সাধণ করে সভ্যতা বিনির্মাণে অবদান রেখেছে সৎ, যোগ্য, পাপকর্মকে ঘৃণা করে, এমন তরুণরা । অতএব এখনো দেখতে পাচ্ছেন, বুড়ো শয়তানগুলো কি পরিমাণ মিথ্যা, শঠতা, চাতুরতাপূর্ণ মোনাফেকী রাজনীতি চর্চা অব্যাহত রেখে চলেছে !!
এ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদেরকেই কঠোর হাতে নেতৃত্ব গ্রহণ করতে হবে ।
বাতিল বুড়ো শয়তানদের ডাষ্টবীনে ছুঁড়ে ফেলতে হবে । এটা খুবই জরুরী । নয়তো এই রাষ্ট্রের ধ্বংস কেউ রোধ করতে পারবেন না ।
৫ই আগষ্ট হাতে গোনা কয়কেজন অপরাধী, চরিত্রহীন , লুটেরা ব্যতিত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুয়া সংবিধান ডাষ্টবীনে ফেলে দিয়ে সাইকো ফ্যাসিস্টকে ঝেটিয়ে বিদায় করেছে ।
তার মানে এই সরকার প্রচলিত সংবিধানের অধিনে ক্ষমতাপ্রাপ্ত সরকার নয় । এই সরকার সেই গণরায়ের সরকার । সেখানেই নিহিত রয়েছে তার বৈধতা । সংবিধানের কলে আটকে দিয়ে বুড়ো শয়তানগুলো সরকার প্রধান সহ বিপ্লবের অগ্রনায়ক যোদ্ধাদের সকলকে কিন্তু আসামীর কাঠগড়ায় হাজির করার বন্দোবস্ত করছে ।
এর মানে হচ্ছে সম্পূর্ণ মিথ্যার উপর ভর করে আবারো ২০০৮-০৯ এর মত একটা মোনাফেকী শাসন ব্যবস্থা এই জাতির উপর চাপানোর পায়তারা চলছে।
আল্লাহ এটা সহ্য করবেন না । এই জাতি যদি আবারো একইরকম ভুল করতে থাকে, তাহলে তাদের উপর আল্লাহর তরফ থেকে আবারো হাসিনার মত কোন অযোগ্য এবং নিষ্ঠুর শাসক নাজিল হবে । সাধু ! সাবধান !!!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




