মন খারাপের কারন গুলো একলা পরে আছে,
মনটাই যদি খারাপ তারা যাবে কার কাছে ?
সূর্য দিলাম, চন্দ্র দিলাম,দিলাম বৃষ্টি রো্দ
তুমি ঝড় দিলে,প্লাবণ দিলে,, কি প্রতিশোধ !
বৃষ্টিতে ঐ ফাগুন পূড়ে আগুন হয়ে নাচে,
তুমি বলো এভাবে কি ভালোবাসা বাচে ?
মন খারাপের কারন গুলো একলা পরে আছে।
থমকে গেলাম কিযে পেলাম, পেলাম আর্তনাদ
তোমার কাছে হাজার চাওয়া মিটলোনাত স্বাদ।
বৃষ্টিগুলো ঝড়ছেনা আজ মেঘেই আটকে আছে
তুমি বলো এভাবে কি ভালোবাসা বাচে ?
মন খারাপের কারন গুলো একলা পরে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






