সেই চেনা পথের বাক,চেনা পথ ধুলোর রাশি,
চেনা মানুষের স্রোত,বৃষ্টি রোদ, চেনা শরীর ,
এখনও চেনা উদাস বিকেল, আকাশে মেঘের হাসি,
চেনা অবকাশে দুঃখের ঊল্লাসে অবাক আমি।
শুধু চেনা হাতের রেখায় কিছু অচেনা কথা ভাসে ,
সে চেনা হাতের রেখা আজ বড় অচেনা মনে হয়।
বড় নিঃস্ব মনে হ্য়, একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে,
সব শূন্য মনে হ্য়, প্রশ্ন জাগে এতদিন পরে কি করে হয় সব শেষ ?
চেনা রাত্রি জোড়ে, জোছনা পেরিয়ে ধূসর স্মৃতি,
চেনা উষ্ম ঘর, পাখিরা সব, চেনা সবই।
কখনও সুখ স্মৃতিচারন, অজান্তে একটু হাসি,
অঝতা অবিলাসে ,অবশেষে একা আমি।
সেই প্রিয় হাতের রেখায় কিছু অপ্রিয় কথা ভাসে ,
সে চেনা হাতের রেখা আজ বড় অচেনা মনে হয়।
বড় নিঃস্ব মনে হ্য়, একা বসে খোলা জানালায় সুদূরে তাকিয়ে...
সব শূন্য মনে হ্য়, প্রশ্ন জাগে এতদিন পরে কি করে হয় সব শেষ ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






