আর সকলের মতই আমিও তোমার
সুন্দর দীঘল কালো চুল খুব ভালবাসি
তাই তো তুমি যখন স্নান শেষে ভেজা চুল শুকাতে আস
আর চেয়ে থাক সুদূর আকাশের দিকে
নিস্তব্ধ নিরবতা নিয়ে
আমিও তখন আর সকলের মতই
মুগ্ধ নয়নে চেয়ে থাকি তোমার দিকে
মনে ভর করে এক অনাবিল প্রশান্তি ।
আর সকলের মতই আমিও তোমার
সুন্দর টানাটানা কাজলমাখা চোখ খুব ভালবাসি
তাই তো তুমি যখন বিকেলের নরম আলোয়
জানালার পাশে বসে চেয়ে থাক অস্তগামি সূর্যের দিকে
একরাশ বিষন্নতা নিয়ে
আমিও তখন আর সকলের মতই
তন্ময় হয়ে চেয়ে থাকি তোমার দিকে
বিকেলের ম্লান কোমল আলো তোমার মুখে ছড়িয়ে দেয়
এক অনাবিল অপার্থিব সৌন্দর্য্য ।
তুমি আকাশ দেখ ,অস্তগামী সূর্য দেখ
হয়তবা ভরা পূর্ণিমার চাঁদও দেখ
কিন্তু আমাকে দেখ না,
দোকান থেকে সবচেয়ে বড় টকটকে লাল গুলাপ নিয়ে
যখন তোমার পানে দাড়াই তখন তুমি আসনা
আসলেও অনেকের ভিড়ে আমাকে খুজে পাওনা-
আমাকে চিনতে পারনা ।
আমি অনেকের মধ্যে নিতান্ত এক
অনেকের মধ্যে অন্যতম নই।
আফসোস,ভালবাসা কারো কাছে মূল্যহীন
কারো কাছে কষ্ট,কারো কাছে স্বপ্ন
আর কারো কাছে আরাধনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




